এখনও যেন ধ্বংসের মুখেও একটা ভায়োলিনের সুর বাজে
কোন রাজা মহারাজা আপন নয় এই মসনদ সম্রাজ্যে,
শুধু ভালোবাসা ও সুরক্ষার গল্প থাকে অতীতের মন খারাপি স্মৃতি জুড়ে
এক শতক হেঁটেছি, হারিয়েছি আমরা থেকে আমি অনেক দূরে দূরে,
প্রত্যহ হাজার কল্পনার তিতলিরা রঙ মিলন্তির গল্প শুনিয়ে ক্লান্ত প্রায়
প্রেম এখনও বসে আছে শকুন্তলার সেই মূর্ছনায়!
হারিয়ে গেছে আটলান্টিকে কোন সে সখের জাহাজ
সব অস্বচ্ছ তো ডুবেই যায় স্বচ্ছতা তো করে আসার সাজ
ভালোবাসারা সব সত্যিকে সাক্ষী করে আজও শূন্যে
যে মন দিয়ে চায় টুপ টাপ নেমে আসে তার মন অরণ্যে
দেখো ভেনাস, আফ্রোদিতিরা ছুটে আসছে হাজার অনুভূতি নিয়ে
ওটাই তো আসল নচেৎ বাঁচবো বলো তো আমরা কি দিয়ে,
হাজার বছরের ইতিহাস লিখেছে হীরের কলমে ভাব প্রকাশের পাতা
উল্টো পুরাণে হয়েছে ক্ষয় রক্তপাত নচেৎ পরাজয়ের বার্তা,
তারপর সব কিছুই সবার জলেই ডুবে যায় ,ডুবেই যায়
যা কিছু পরে থাকে, থাক না পরে ঠিকঠাক দক্ষিণ সমিয়ানায়,
ভাবনারা থাক সবার আগুন সেই পাখীদের পাখনায়
ঘুরেছি ফিরেছি পাল্টেছি বা পাল্টাবো পাতা উল্টে যাবার ধারায়।।