সেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),২৬ ফেব্রুয়ারী : ভিন রাজ্য থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার পুলিশ । বছর পনেরোর ওই কিশোরী দশম শ্রেণীর ছাত্রী । তাকে উত্তরপ্রদেশের জালালাবাদে এক আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে । পুলিশ ও পরিবার সূত্রে খবর, পড়াশোনা বাদ দিয়ে সর্বদা স্মার্টফোন নিয়ে খুটখাট করায় কিশোরীকে বকাঝকা করেছিল তার মা-বাবা । আর সেই অভিমানেই পরিবারদের লোকজনকে লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ভাতার থানায় একটি নিখোঁজ ডাইরি করেন কিশোরীর বাবা । এরপর কিশোরীর সন্ধান চালাতে শুরু করে পুলিশ । শেষে মোবাইল ফোনে সুত্র ধরে পুলিশ জানতে পারে যে কিশোরী উত্তরপ্রদেশের জালালাবাদে রয়েছে । এরপর ভাতার থানার পুলিশের দল সেখানে গিয়ে কিশোরীকে উদ্ধার করে ভাতারে নিয়ে আসে
আজ সোমবার কিশোরীকে আদালতে তোলার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় । মেয়েটির বাবা জানিয়েছেন যে উত্তরপ্রদেশের জালালাবাদে তাদের এক দূর সম্পর্কের আত্মীয় রয়েছেন । তার মেয়ে কাউকে কিছু না জানিয়েই সেখানে চলে গিয়েছিল । তবে শেষ পর্যন্ত মেয়েকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় তিনি ভাতাড় থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।।