এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ ফেব্রুয়ারী : রেশম দুর্নীতির তদন্তে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকদের ওপর মারাত্মক হামলার পর থেকেই বেপাত্তা উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ‘ত্রাস’ শেখ শাহজাহান । তারপর থেকেই তাকে গ্রেফতারি বিষয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহের সৃষ্টি হচ্ছে । রাজ্য সরকারের ভূমিকাও এক্ষেত্রে সন্দেহজনক । কারণ রবিবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি দাবি করেছিলেন যে হাই কোর্টের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারছে না শাহজাহানকে । তাই তৃণমূল নয়, শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা । এবারে আজ সোমবার অভিষেক ব্যানার্জীর সেই দাবিকে কার যত নস্যাৎ করে দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে শাহজাহান শেখকে গ্রেফতারি কোন স্থগিতাদেশ নেই । পুলিশ চাইলেই তাকে গ্রেফতার করতে পারে ।
শুধু ইডির উপর হামলায় নয়,মাস দুয়েক আগে তৃণমূলের ওই ‘কুখ্যাত’ নেতা বেপাত্তা হয়ে যাওয়ার পর থেকেই তার এবং তার বাহিনীর বিরুদ্ধে উঠছে সন্দেশখালির মহিলাদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন এবং জোর করে জমি দখলের অভিযোগ । শেখ শাহজাহানকে গ্রেপ্তারির বিষয়ে অভিষেক ব্যানার্জি বিচারব্যবস্থার উপর যে যাই চাপিয়ে ছিলেন তা নস্যাৎ করে দিয়ে আজ সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেফতার করতে পারে । শুধু শাহজাহানই নয়,অভিযুক্ত যে কোন তৃণমূল নেতাকেই পুলিশ গ্রেফতার করতে পারে বলে জানিয়েছে আদালত । পাশাপাশি আদালত সন্দেশখালি মামলায় শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন । এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ মার্চ বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে হবে ।।