তোমায় ছাড়া জীবন আমার
মেঘে ঢাকা তারা,
তোমায় নিয়ে কল্পনা এঁকে
আমি হই দিশেহারা।
তোমাকে নিয়ে রাতের আকাশে
স্বপ্নের জাল বুনি,
তোমায় নিয়েই আকাশ পাতাল
ভাবনায় দিন গুনি।
তোমাকে ছেড়ে পৃথিবী মাঝে
কল্পনার অবসান,
কখনো তুমি ছেড়ে যেওনা
থাক যতো অভিমান।
ধরার বুকে অমর আমরা
কেউতো কখনো নয়,
ক্ষণিকের তরে জীবনবোধে
হোক বিবেকের জয়।
যেতে হবে সবাইকে একদিন
এই পৃথিবী ছেড়ে,
ধনরত্ন বিষয় সম্পত্তি
সবকিছু ফেলে ঝেড়ে।
মায়ার বাঁধনে পড়েছি আমরা
ছেড়ে যেতে মন কাঁদে,
পড়েছি আমরা জটিল থেকে
জটিলতর ফাঁদে।
তাইতো বলি যদি কখনো
মরণ হয়গো আগে,
তোমায় হৃদয় মন্দিরে পূজিও
আদরে প্রেমে সোহাগে।
পরপার থেকে দেখব আমি
ধূপদীপ আলোকে,
সাজিয়ে রেখেছো আমার ফটো
হৃদয়ের ভ্যুলোকে।
তোমার হৃদয়ে রঙিন সাজে
আমার অবয়ব,
থাকব আমি সোহাগে প্রেমে
খুশিতে উৎসব।
ভালোবাসার পাত্র হয়ে যেন
থাকি তোমার অন্তরে,
পরপারে গিয়ে প্রেমের পরশে
নীরব সুখের ঘরে।।