এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২৬ ফেব্রুয়ারী : রাতের অন্ধকারে হাওড়ার একাধিক হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে । সকালে মন্দিরে হামলার ঘটনাটি স্থানীয় লোকজনের নজরে পড়লে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । ক্ষিপ্ত জনতা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। শেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ।
সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে খবর, ডোমজুড় এলাকার রেলগেট শরৎ পল্লীর হনুমান মন্দিরের বিগ্রহের পাথরের সিংহাসন ভাঙা অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । একটি গাছের নিচে রয়েছে ছোট্ট এই মন্দিরটি । ওই মন্দিরের ভাঙচুরের ঘটনা নিয়ে শোড়গোল শুরু হতেই পরে জানতে পারা যায় যে একই রাতে এলাকার আরো দুটি মন্দিরে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা । ঘটনার কথা চাওড় হতেই ওই সমস্ত মন্দিরগুলি সামনে হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোকজন জড়ো হয়ে যায় । শুরু হয় বিক্ষোভ । পাশাপাশি তারা পথ অবরোধও করে । জায়গায় জায়গায় রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় । প্রসঙ্গত, হাওড়া ডোমজুড় থানা এলাকায় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের বসবাস । মন্দির ভাঙচুরের ঘটনার পর তীব্র উত্তেজনার সৃষ্টি হয় । পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।।