এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২৬ ফেব্রুয়ারী : মেয়ে ও জামাইকে নিয়ে দরমার ঘরে বসবাস করতেন বৃদ্ধা । রবিবার মধ্যরাতে হঠাৎ দাহ্য বস্তু দিয়ে নির্মিত ওই ঘরগুলোতে আগুন ধরে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন পরিবারের সদস্যরা । তিনজনেই গুরুতর অগ্নিদগ্ধ হন । ঘটনাস্থলেই মৃত্যু হয় জামাই ও শাশুড়ির । প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন । পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন ও পুলিশবাহিনী । কোনরকম ভাবে বৃদ্ধার মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ । তাকে হাসপাতালে ভর্তি করা হয় । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার লিলুয়ার চকপাড়ার নতুনপল্লি এলাকায়। মৃতরা হলেন অশীতিপর আঙুরবালা দলুই ও তার জামাই মধুসূদন সানা । আঙুরবালাদেবীর বছর পঁয়তাল্লিশের মেয়ে কমলা সানা বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ।
কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয় । ওই পরিবারের ঘরগুলিতে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না । যে কারণে শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ হওয়ার কোন সম্ভাবনাই নেই । পরিবারটি রাতের অন্ধকারে মোমবাতি ব্যবহার করত । অনুমান করা হচ্ছে যে মোমবাতি থেকে কোনভাবে আগুন ধরে গিয়েছিল দরমার ঘরে । দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ঘরগুলি । আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যায় ফরেন্সিক দল ।।