এইদিন স্পোর্টস নিউজ,২৫ ফেব্রুয়ারী : ইতিহাস গড়লেন আর অশ্বিন । ছাড়িয়ে গেলেন অনিল কুম্বলেকে । ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি হচ্ছে রাঁচিতে, আর এই ম্যাচেই ইতিহাস গড়েছেন ভারতের কিংবদন্তি স্পিন বোলার আর অশ্বিন। রাঁচি টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেওয়ার পর আর অশ্বিন ভারতের মাটিতে ৩৫১ টেস্ট উইকেট পূর্ণ করেন। এর ফলে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেছেন অশ্বিন । এক্ষেত্রে অনিল কুম্বলেকেও ছাড়িয়ে গেছেন তিনি। অনিল কুম্বলে ভারতে ৩৫০ টেস্ট উইকেট নিয়েছেন । এতদিন অনিল কুম্বলে ছিলেন ৩৫০ টিরও বেশি টেস্ট উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার । কিন্তু এখন অশ্বিন ৩৫১ উইকেট নিয়ে চলে এসেছেন এক নম্বরে ।
ভারতে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়া বোলার :-
আর অশ্বিন- ৩৫১ উইকেট
অনিল কুম্বলে- ৩৫০ উইকেট
হরভজন সিং- ২৬৫ উইকেট
কপিল দেব -২১৯ উইকেট
রবীন্দ্র জাদেজা- ২১০ উইকেট
চতুর্থ টেস্টে অশ্বিন নিয়েছেন ৫ উইকেট ।
টিম ইন্ডিয়ার জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য রেখেছে ইংল্যান্ড । ভারত কোনো উইকেট না হারিয়ে ৪০ রান করেছে । চতুর্থ দিনে জয়ের জন্য ভারতের এখনও ১৫২ রান দরকার এবং ভারতের হাতে রয়েছে ১০ উইকেট ।
টস জিতে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৩ রান করে। সেঞ্চুরি করেন জো রুট ।
ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৪ টি, আকাশ দীপ ৩ টি ও মোহাম্মদ সিরাজ ২ টি উইকেট নেন। এর পরে, ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ৩০৭ রান করে । প্রথম ইনিংসে ইংল্যান্ড ৪৬ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৪৫ রানে গুটিয়ে যায়। এতে ভারতকে জয়ের জন্য ১৯২ রানের টার্গেট দেয় । শুরুটা ভালোই করে ভারত। রোহিত শর্মা ২৪ রান এবং জয়সওয়াল ১৬ রানে অপরাজিত রয়েছেন ।।