সেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),২৪ ফেব্রুয়ারী : পরিবারের কূলদেবতা লক্ষ্মীনারায়ণের মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে মহাভোগ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার ভাতাড় ব্লকের রামপুর গ্রামের গুপ্ত পরিবার । প্রতি বছর বাৎসরিক উৎসবের সময় গ্রামবাসীর সঙ্গে আনন্দ ভাগ করে নেয় এই পরিবারটি । এবছরেও তার ব্যাতিক্রম হল না । আজ শনিবার ছিল রামপুর গ্রামের গুপ্ত পরিবারের কূলদেবতার মন্দিরের বর্ষপূর্তি । আর যথারীতি সেই আনন্দ গ্রামবাসীদের সঙ্গে ভাগ করে নিল পরিবারটি ।
গুপ্ত পরিবারের লক্ষ্মীনারায়ণ মন্দিরের আজ ছিল তৃতীয় বর্ষপূর্তি । সেই উপলক্ষে প্রায় দশ হাজার মানুষের জন্য মহাভোগের আয়োজন করা হয়। পাতে ছিল পোলাও, ভাত, তরকারি, পায়েস, বঁদে, চাটনি সহ নানান পদ । এছাড়া এলাকার মানুষদের একঘেয়েমি জীবন কাটাতে দু’দিন যাবৎ বিনোদনের ব্যবস্থা করা হয়। খ্যাতনামা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গুপ্ত পরিবারের পক্ষ থেকে ।
লক্ষ্মীনারায়ণ মন্দির ঘিরে নানান স্মৃতি জড়িয়ে রয়েছে গুপ্ত পরিবারের। গুপ্ত পরিবারের অন্যতম সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ গুপ্ত বলেন,আমাদের পৈতৃক বাড়ি সংলগ্ন কুলদেবতার মন্দির রয়েছে। দাদা স্বর্গীয় শিবদাস গুপ্তের ইচ্ছা ছিল বাড়ির ঠিক সামনেই লক্ষ্মীনারায়ণ মন্দির প্রতিষ্ঠা করা। কিন্তু করোনার সময় হঠাৎ তিনি পরলোক গমন করেন। দাদার শেষ ইচ্ছাকে বাস্তবায়িত করতে আমরা লক্ষ্মীনারায়নের মন্দির নির্মাণ করি ।’ এবার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে নারায়ণ সেবার মধ্য দিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে আনন্দ বিনিময়ের লক্ষ্যে নানান কর্মসূচি নেওয়া হয় বলে তিনি জানান । জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এলাকার মানুষদের পাশে থাকার বার্তা দেন বিশ্বনাথ গুপ্ত।।