এইদিন স্পোর্টস নিউজ,২৪ ফেব্রুয়ারী : ফের খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ক্রিকেটারের । মৃত ক্রিকেটারের নাম কে হোয়সালা(K Hoysala) । তিনি কর্ণাটকের প্রাক্তন জুনিয়র ক্রিকেটার । শুক্রবার বেঙ্গালুরুর আরএসআই গ্রাউন্ডে সাউথ জোন আইএ এবং এডি টুর্নামেন্টে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের পরে হৃদরোগে আক্রান্ত হন ৩৪ বছরের এই ক্রিকেটার । টুর্নামেন্টে কর্ণাটকের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি । ম্যাচ-পরবর্তী হাডলে অংশ নেওয়ার সময় হঠাৎ তিনি মাঠে পড়ে যান । ঘটনাস্থলেই তাকে সিপিআর দেওয়া হয় । তারপর তাকে নিকটস্থ বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।
হোয়সালা কর্ণাটক প্রিমিয়ার লিগে (কেপিএল) শিবমোগা লায়ন্সের হয়ে খেলতেন । এছাড়া অনূর্ধ্ব-২৫ পর্যায় থেকেই কর্ণাটকের হয়ে খেলেছেন তিনি। কে হোয়সালা, একজন ফাস্ট বোলার, এর আগে কর্ণাটক প্রিমিয়ার লিগে বেল্লারি টাস্কার্স এবং শিবমোগা লায়নের হয়ে খেলেছিলেন, রাজ্য ক্রিকেট সার্কিটে একটি ছাপ ফেলেছিলেন তিনি । তার অকাল প্রয়াণে ক্রিকেট মহলের শোকের ছায়া নেমে এসেছে ৷
কর্ণাটক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোশ্যাল মিডিয়ায় তার শোক প্রকাশ করে বলেছেন, ‘এজিস সাউথ জোন টুর্নামেন্ট চলাকালীন কর্ণাটকের উদীয়মান ক্রিকেটার, ফাস্ট বোলার কে. হোয়সালার আকস্মিক মৃত্যুর কথা শুনে দুঃখিত । শোকের এই সময়ে তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। সাম্প্রতিক সময়ে হৃদরোগে আক্রান্ত যুবকের মৃত্যু স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব এবং কার্ডিয়াক স্বাস্থ্য সম্পর্কে আমাদের সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।’
এর আগে গত জানুয়ারী মাসে উত্তরাখণ্ডের বাসিন্দা দিল্লির রোহিনীতে বসবাসকারী পেশায় ইঞ্জিনিয়ার বিকাশ নেগি, নয়ডা এক্সপ্রেসওয়ে থানার কাছে একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান। মধ্য ত্রিশের নেগি নয়ডার সেক্টর ১৩৫-এ ম্যাভেরিক্স ইলেভেন এবং ব্লেজিং বুলসের মধ্যে একটি ম্যাচে অংশগ্রহণ করছিলেন । খেলা চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান ।।