এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,২৪ ফেব্রুয়ারী : ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রাক্তন প্রেসিডেন্ট তথা ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র প্রধান ইয়াসির আরাফাতের গাজা উপত্যকার বাড়িটি ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংস্কৃতি মন্ত্রণালয়। ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আতিফ আবু সাইফ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী ২০২৪) এক বিবৃতিতে জানান যে অব্যাহত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে ইসরায়েলি সেনারা পিএলও’র প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাতের বাড়িটি ধ্বংস করে ফেলেছে। ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতীক মুছে ফেলার লক্ষ্যেই তারা বাড়িটি ধ্বংস করেছে।
আতিফ আবু সাইফ জানান, ইয়াসির আরাফাত ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত এই বাড়িতে বসবাস করেছেন। বাড়িটিতে তার ব্যক্তিগত ও পারিবারিক অনেক জিনিসপত্র ছিল । ফিলিস্তিনি কর্তৃপক্ষের সূচনাকালে গাজায় তার উপস্থিতির কারণে বাড়িটি ফিলিস্তিনি ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে আছে। বাড়িটিতে অন্যান্য শৈল্পিক কাজের পাশাপাশি ইয়াসির আরাফাতের জীবনের বিভিন্ন পর্যায়ের নানা জিনিসের প্রদর্শনীও ছিল। সেগুলোতে তার সংগ্রামের নানা পর্যায়ের বিশদ বিবরণ ছিল।
এদিকে বিগত ২৪ ঘন্টায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবর টাইমস অফ ইসরায়েলের । তবে নিহতদের সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায়নি । ইসরায়েল বলেছে যে এটি শুধুমাত্র সন্ত্রাসী অপারেটরদের লক্ষ্য করে । হামাস এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে থেকে নাশকতা চালাচ্ছে । ফলে বেসামরিক হতাহতের ঘটনা অনিবার্য হয়ে উঠেছে । গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এযাবৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সের অভিযানে ২৯ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সন্ত্রাসী হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় । মৃতদের অর্ধেকের বেশি নারী ও শিশু এবং ৭০ হাজারের বেশি নাগরিক আহত হয়েছে বলে জানানো হয়েছে । যদিও এখনো দেড় শতাধিক ইসরায়েলিকে পনবন্দি করে রেখেছে সন্ত্রাসী হামাস । তাদের নিঃশ্বর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনীর ।।