এইদিন ওয়েবডেস্ক,নাটোর,২৩ ফেব্রুয়ারী : ফেসবুকে বন্ধুত্ব । পারস্পরিক মত বিনিময়ের সময় দুজন জানতে পারে যে তারা একে অপরের প্রতি আকৃষ্ট । শেষে তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে । নতুন সংসার গড়ে সুখে শান্তিতে বসবাস করে । কিন্তু বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেলে তাদের সেই পরিকল্পনা বানচাল হয়ে যায় । বাংলাদেশের নাটোরের দুই সমকামী স্কুল ছাত্রী এই ঘটনায় তোলপার পড়ে গেছে এলাকায় ।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারী ২০২৪) সন্ধ্যায় সদর উপজেলার একডালা থেকে তাদের হেফাজতে নিয়েছে পুলিশ । যদিও অপ্রাপ্ত বয়স হওয়ায় মেয়ে দুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ।
জানা গেছে,ওই দুই কিশোরীর মধ্যে একজনের বাড়ি নাটোর সদর উপজেলায় এবং অপরজনের বাড়ি সিলেটের কোতোয়ালি থানায় । মার সাথে কাধে তাদের ফেসবুকে পরিচয় হয় । পারস্পরিক মদ বিনিময় করতে গিয়ে তারা জানতে পারে যে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে গেছে । দুজনাই সমকামী হওয়ায় খুব দ্রুত তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে । এরপর তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় । আজ তাদের বিয়ে করার কথা ছিল । পূর্বপরিকল্পনা অনুযায়ী সিলেটের ওই কিশোরী আজ নাটোরে চলে আসে । তারা বিয়ে করার জন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছিল । কিন্তু তার আগেই পুলিশ চলে যাওয়ায় তাহলে সেই পরিকল্পনা ভন্ডুল হয়ে যায় ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘শুক্রবার বিকেলে একডালা এলাকায় তারা বিয়ের সিদ্ধান্ত নিলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা সন্ধ্যায় থানায় খবর দিলে পুলিশ তাদের নিয়ে আসে। দুই মেয়ের পরিবারের অভিভাবকদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে।’।