সেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),২৩ ফেব্রুয়ারী : সন্দেশখালিতে মহিলাদের উপর যৌন-নিগ্রহের অভিযোগ ঘিরে যখন তোলপাড় চলছে গোটা রাজ্য, ঠিক সেই সময় রাজ্যে ‘নারী শক্তির শ্রীবৃদ্ধি’‘ দেখে শিবির বদল করলেন পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ের সিপিএমের এক নেত্রী । ওই নেত্রীর নাম রুপা রায় । তিনি বিগত পঞ্চায়েত নির্বাচনে ভাতাড়ের বলগোনা অঞ্চলের কোশিগ্রাম ৪ নম্বর বুথের সিপিআইএম প্রার্থী ছিলেন । যদিও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে হেরে যান । এরপর তৃণমূলের অঞ্চল সভাপতিকে রীতিমতো একটা চিঠি লিখে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন । চিঠিতে তিনি লিখেছেন,’মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনহিতকর কার্যকলাপ,বিশেষ করে নারী শক্তির শ্রীবৃদ্ধি নিয়ে যেভাবে কাজ করছেন তাতে আমি অনুপ্রাণিত ৷’
এই আবেদনে সাড়া দিয়ে আজ শুক্রবার রুপা রায়ের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানালেন তৃণমূল নেতৃত্ব । উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোণার, ব্লক যুব সভাপতি অমিত কুমার হুই, সহ-সভাপতি জুলফিকার আলী, অঞ্চল সভাপতি প্রণব পাঞ্জা, যুব নেতা শফিকুল আলম, বলগোনা অঞ্চলের প্রধান লায়লা বেগম চৌধুরী সহ অন্যান্যরা ।
সিপিআইএম প্রার্থী রুপা রায় দীর্ঘদিন ধরে শাসক দলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে জানা গেছে । রুপাদেবী জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নমূলক কর্মকান্ডে শামিল হওয়ার জন্য তিনি অঞ্চল সভাপতি প্রণব পাঞ্জার কাছে শাসক দলে যোগদানের আবেদন করেছিলেন । এরপর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে যোগদানের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয় । আজ সপরিবারে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বলে জানিয়েছেন । তিনি বলেন,’আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকান্ডে যুক্ত হতে চাই এবং তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যেতে চাই ।’
রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার বলেন,’বাংলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নের জোয়ার বইছে। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্পের সুযোগ সুবিধার মাধ্যমে বাংলার মহিলাদের সুনির্দিষ্ট আয়ের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উন্নয়নে শরিক হওয়ার জন্য বলগোনা অঞ্চলের কোশিগ্রামে সিপিআইএম প্রার্থী রুপা রায় তৃণমূলের যোগদানের জন্য দীর্ঘদিন আগেই আবেদন জানিয়েছিলেন । শুক্রবার আনুষ্ঠানিকভাবে দলত্যাগী সিপিআইএম প্রার্থী সহ তাঁর পরিবারকে যোগদান করানো হল ।’ পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বলগোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী বৈঠকের ও আয়োজন করা হয় বলে তিনি জানিয়েছেন ।
এবিষয়ে সিপিএমের ভাতাড় এরিয়া কমিটির সদস্য, কবিরুল ইসলাম বলেন,’রুপা রায় সিপিআইএমের কোন গুরুত্বপূর্ণ পদে নেই। কিছু প্রাপ্তির আশাতেই হয়তো তিনি তৃণমূলে যোগদান করতে পারেন । তবে তার দলত্যাগে আমাদের দলে কোন প্রভাব পড়বে না ।’।