এইদিন,ওয়েবডেক্স,২৩ ফেব্রুয়ারী : উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালীর উপদ্রুত এলাকার নির্যাতিতা মহিলাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে আগেই জানিয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় । পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার সকালে দলের মহিলা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সন্দেশখালীর উদ্দেশে রওনা হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় । কিন্তু ভোজেরঘাট এলাকায় তাদের পুলিশের বাধার মুখে পড়তে হয় । এরপর লকেট চ্যাটার্জি ও পুলিশের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায় । নিজের সোশ্যাল মিডিয়া পেজে চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে ‘ধিক্কার’ জানিয়ে লিখেছেন, ‘সন্দেশখালি জুড়ে তৃণমূলের অত্যাচারে সন্ত্রস্ত মানুষের সঙ্গে মিলিত হতে দিচ্ছে না মমতা ব্যানার্জির দলদাস পুলিশ । গণতন্ত্রের জ্ঞান দেওয়ার আগে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে গণতন্ত্রের দিকে তাকান। ধিক্কার..।’
এদিকে বৃহস্পতিবার রাত থেকেই সন্দেশখালীর আরো ৯টি নতুন জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে । শনিবার পর্যন্ত রাত্রি বারোটা অব্দি ১৪৪ ধারা লাগু থাকবে । আজ লকেট চ্যাটার্জিরা সন্দেশখালি যাওয়ার পথে ভোজেরহাটে পৌছলে পুলিশ তাদের পথ আটকে ১৪৪ ধারা লাগু করার বিষয়টি জানায় । লকেট চট্টোপাধ্যায় ছাড়াও ওই দলে ছিলেন ফাল্গুনী পাত্র, অগ্নিমিত্রা পল প্রমুখ বিজেপির মহিলা নেত্রীরা । পুলিশ তাদের আটকে দেওয়ায় মহিলা নেত্রীদের সঙ্গে পুলিশের তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায় ।
এর আগেও ১৪৪ ধারার কথা বলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেও আটকে দিয়েছিল পুলিশ । তারপর নতুন করে আরো ৯ জায়গায় ১৪৪ ধারা জারি করা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী । শুভেন্দুবাবুর অভিযোগ যে বিজেপিকে আটকাতেই এই কৌশল নিচ্ছে সন্দেশখালি থানার পুলিশ । সুকান্ত বাবু অভিযোগ তোলেন ১৪৪ ধারা লঙ্ঘন করেই আমিও তৃণমূল তার বড়সড় দল নিয়ে সন্দেশখালী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন । পুলিশের এই প্রকার দ্বিচারিতায় প্রশ্ন তুলেছেন তিনি । এদিকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি । বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালি থেকে ফিরতেই আত্মগোপন করে বসে থাকা শেখ শাহজাহানের ভাই সেখ সিরাজুদ্দিনের মাছের ভেড়ির আলাঘর জ্বালিয়ে দেয় ক্ষিপ্ত জনতা । শুক্রবার সকালে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে জানতে পারা গেছে । এবারে শাহজাহান শেখের অনুগামী বলে পরিচিত তৈয়েব খানের মাছের ভেড়ির আলাঘর জ্বালিয়ে দিল গ্রামবাসীরা । শাহজাহানের ওই দুই ডান হাত গ্রামবাসীদের জায়গা জোর করে দখল করে মাছের ভেড়ি করেছিল বলে অভিযোগ উঠছে । এদিকে এই পরিস্থিতির মাঝেই সন্দেশ খালি পৌঁছেছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। ওই দলটি বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন ।।