এইদিন স্পোর্টস নিউজ,২৩ ফেব্রুয়ারী : রাঁচি টেস্টে ইংল্যান্ড ইনিংসের চতুর্থ ওভার । ক্রিজে রয়েছেন জ্যাক ক্রোলি । ভারতের অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দিয়েছেন টেস্টে অভিষেক করা নবাগত ফাস্ট বোলার আকাশ সুন্দরনের হাতে । আকাশ দীপের ওভারের চতুর্থ বল, অফ স্টাম্পের বাইরে গুড লেংথ ডেলিভারি ইংল্যান্ডের খেলোয়াড় জ্যাক ক্রোলির অফ স্টাম্পকে ভেঙে দেয় । দেখে মনে হচ্ছিল আকাশ সুন্দরনের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকার শুরু হল । কিন্তু নোবল ভিলেন হয়ে দাঁড়ায় । অবশ্য উইকেটের জন্য আকাশকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। । ইংল্যান্ডের তিন শীর্ষ ব্যাটসম্যানকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে টেস্টে দুরন্ত অভিষেক করেন আকাশ সুন্দরন।
আকাশের জীবনের পথ মসৃণ ছিল না । ক্রিকেটকেই ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছিলেন আকাশ । কিন্তু আকাশের বাবা তাকে বারবার নিরুৎসাহিত করেছেন । একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় আকাশকে খুব অল্প বয়সেই রোজগারের সন্ধানে ছুটতে হয়েছিল । দীর্ঘ তিন বছর ক্রিকেট থেকে বিদায় নিতে হয়ে থাকে । কিন্তু আকাশের মন থেকে ক্রিকেট কখনো সরে যায়নি । ফের তিনি ফিরে আসেন মাঠে । হাতে বল তুলে নিয়ে শুরু করেন তার ভবিষ্যতের পথ চলা । আকাশ যখন রাঁচিতে কোচ রাহুল দ্রাবিড়ের কাছ থেকে টেস্ট ক্যাপ হাতে নিচ্ছিলেন তখন স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন তার মা সহ পরিবারের সদস্যরা । ছেলের গৌরবের মুহূর্তটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন আকাশের গর্বিত মা ।
ইংল্যান্ডের ইনিংসের দশম ওভারে ভারতের হয়ে ৩১৩ তম টেস্ট খেলোয়াড় ইংলিশ ওপেনার বেন ডাকেট আকাশ দীপের বল রক্ষণাত্মক খেলার চেষ্টা করলে তার ব্যাটের কানাই ছুঁয়ে চলে যায় ফিল্ডারের হাতে । এটাই আকাশের প্রথম আন্তর্জাতিক টেস্ট উইকেট । একই ওভারের চতুর্থ বলে প্যাভেলিয়ন ফিরতে হয় ব্রিটিশ খেলোয়াড় অলি পপিকে । এরপর ১২ তম ওভারে আকাশের একটি বল ব্রিটিশ ব্যাটসম্যান জ্যাচ ক্রাউলি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করলে তার অফ-স্টাম্প উড়িয়ে দেয় ।
রাঁচিতে প্রথম দিনে লাঞ্চে ইংল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ১১২ রান। আকাশ তিনটি ও রবীন্দ্র জাদেজা ও অশ্বিন একটি করে উইকেট নেন। জ্যাচ ক্রাউলি ৪২ রানে, বেয়ারস্টো ৩৮ রানে এবং ডাকেট ১১ রানে আউট হন। তিন রান করা স্টোকস জাদেজার বলে আউট হন ।।