প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ জুন : জাতীয় সড়কে ফের ঘটলো ভায়াবহ দুর্ঘটনা। এবার দুর্ঘটনায় প্রাণ গেল এক পুলিশ কনস্টেবলের।গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক সাব-ইন্সপেক্টর । বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে জামালপুর থানার জৌগ্রাম এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে ।পুলিশ জানিয়েছে ,মৃত কনস্টেবলের নাম শংকর দাস (৫১)। আশঙ্কাজনক অবস্থায় সাব ইন্সপেক্টর বিপ্লব দানা কে ভর্তি করা হয়ে কলকাতার হাসপাতালে।জানা গিয়েছে ,দুর্গাপুরের নিউ টাউন থানায় কর্মরত এই দুই পুলিশ কর্মীর বাড়ি হুগলী জেলার সিঙ্গুরে । জামালপুর থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন সকালে দুই পুলিশ কর্মী একটি স্কুটি গাড়িতে চড়ে ২ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন ।পথে জামালপুরের জৌগ্রাম এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়েন । রক্তাত অবস্থায় দুই পুলিশ কর্মী শংকর দাস ও বিপ্লব দানা জাতীয় সড়কে পড়েছিলেন । তাঁদের অন্য পাশে পড়েছিল স্কুটি গাড়িটি । এই খবর পেয়ে জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে দুই পুলিশ কর্মীকে উদ্ধার করে বর্ধমানর ’অনাময়’ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে । সেখানে কিছু সময় বাদেই মারা যান শংকর দাস । সাব ইনস্পেক্টর বিপ্লব দানাকে তাঁর পরিবারের লোকজন ’অনাময়’ হাসপাতাল থেকে স্থানান্তর করিয়ে কলকাতার হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান।জামালপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান পিছন দিক থেকে কোনো ট্রাক বা লরি স্কুটি আরোহী পুলিশ কর্মীদের ধাক্কা মেরে পালিয়ে যায় । তার জেরেই এক পুলিশ কর্মী প্রাণ হারান । অপর জন্য মারাত্মক জখম