এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,২২ ফেব্রুয়ারী : যাকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল । যার বাহিনীর বিরুদ্ধে উঠছে মহিলাদের ধর্ষণ ও গণধর্ষণের পাশাপাশি জমি জায়গার জবরদখল করে নেয়ার অভিযোগ । যাকে ধরার জন্য ওৎ পেতে বসে আছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । যাকে গ্রেফতার না করতে পারার জন্য রাজ্য সরকার ও পুলিশকে কলকাতা হাইকোর্টের তিরস্কারের মুখে পড়তে হয়েছে । উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখাল তৃণমূল কংগ্রেসের সেই ‘কুখ্যাত’ নেতা শেখ শাহজাহানের নামে ব্যানার লাগানো হল আলিপুরদুয়ার শহরের অন্যতম জনবহুল এলাকা কলেজ হল্টে । শেখ শাহজাহানের ছবিসহ ব্যানারে লেখা রয়েছে, “স্বাধীনতা সংগ্রামী শেখ শাহজাহান তোমাকে জানাই স্যালুট । সুশীল নাগরিকবৃন্দ” । তবে কে বা কারা এই ব্যানার টাঙিয়েছে তা স্পষ্ট নয় । কিন্তু বুধবার সকালে আলিপুরদুয়ার শহরের কলেজ হল্টে এলাকায় শেখ শাহাজাহানের নামে এই ব্যানার লাগানোর কথা চাওড় হতেই তোলপাড় শুরু হয়ে গেছে জেলা জুড়ে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিজেপি । জনৈক বিজেপি নেতা বলেছেন,’শাহজাহানের মত বর্বর, নিম্ন মানসিকতা, নোংরা এবং ভন্ডকে স্বাধীনতা সংগ্রামী তকমা দেওয়া লজ্জাজনক । একমাত্র তৃণমূল নেতাদের কাছেই শাহজাহান স্বাধীনতা সংগ্রামী হিসেবে চিহ্নিত । পশ্চিমবঙ্গবাসীর চোখে শাহজাহান একটা অপরাধী ।’ তিনি যুক্ত ব্যক্তিদের অবিলম্বের গ্রেফতারি দাবির পাশাপাশি প্রশ্ন তুলেছিলেন যে কলেজ হল্টে কংগ্রেসের কার্যালয়ের সামনেই কেন এই ব্যানার লাগানো হল ? তিনি কংগ্রেস ও তৃণমূলকে ‘মুদ্রার এপিঠ ওপিট’ বলে কটাক্ষ করেছেন । অন্যদিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক মৃদুল গোস্বামী বিষয়টি এড়িয়ে গেছেন । তিনি জানান যে এই ধরনের ব্যানার টাঙ্গানোর বিষয়ে তার কাছে কোন খবর নেই ।।