বাংলা ভাষা মধুর ভাষা
ভাষার জুরি নাই,
এই ভাষাতেই কথা বলে
আনন্দ মোরা পাই।
ভাষা আন্দোলন করেছে সফল
মোদের দেশের ভাই,
রফিক, সালাম, জব্বার, বরকত
শহিদ হলো তাই।
শহীদ হয়েছে বাংলার সন্তানরা
ভাষার জন্যেই লড়াই,
মাতৃভাষা পেয়েছে সম্মান
তাইতো করি বড়াই।
এই ভাষাকে সমৃদ্ধ করেছেন
নজরুল, মাইকেল, রবীন্দ্রনাথ,
বাংলার প্রেমে মাতোয়ারা সবাই
জীবনানন্দ, জসিমুদ্দিন ভবানীপ্রসাদ।
এই ভাষাতেই পড়েছি মোরা
বর্ণপরিচয়, আবোলতাবোল,
এই ভাষাতেই করি উল্লাস
হাসি, মজা, কলোরোল।
আজও মোরা স্মরণ করি
বাংলার ভাইদের অবদান,
একুশে ফ্রেবুয়ারী গাই মোরা
বাংলা ভাষার জয়গান।
রক্তে রাঙা শহীদ ভাইদের
জানাই শ্রদ্ধা, সম্মান।
জীবনের বিনিময়ে রক্ষা করলো
এই বাংলার মান।।