এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ ফেব্রুয়ারী : উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকদের । তারপর থেকেই বেপাত্তা সন্দেশখালির ‘আতঙ্ক’ শাহজাহান । এর মাঝে শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে গনধর্ষণ, জোর করে জমি জায়গা দখল,খুনের হুমকি দেওয়া প্রভৃতি সব মারাত্মক অভিযোগ উঠছে । শাহজাহান গ্রেফতার না হওয়ায় রাজ্য পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে । এবারে এনিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তিরস্কার করল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
সন্দেশখালির ঘটনা নিয়ে সপ্তাহ খানেক আগেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এদিন সেই মামলা পাঠানো হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেখানেই মামলার শুনানি হয় আজ মঙ্গলবার । প্রধান বিচারপতি বলেন, ‘এক ব্যক্তি পুরো সমস্যার জন্য দায়ী। অথচ তিনি কি না জনপ্রতিনিধি! মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন । অথচ তিনিই মানুষের ক্ষতি করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
বেঞ্চ বলেছে,’এটা মর্মান্তিক যে সমস্যার মূলে থাকা ব্যক্তিকে এখনও ধরা যায়নি এবং পলাতক রয়েছে পুরো ১৮ দিন হয়ে গেছে । তার বিরুদ্ধে হাজারো মিথ্যা অভিযোগ থাকলেও তার একটিও যদি সত্য হয় তাহলেও তদন্ত করা উচিত। আপনি অকারণে মানুষকে কষ্ট দিচ্ছেন ।’ আদালত বলেন,’রাজ্যে আইনশৃঙ্খলার সমস্যা রয়েছে। তিনি জনপ্রতিনিধি। তিনি আইন অমান্য করতে পারেন না। দেখা যাক তিনি আদালতে হাজির হবেন কি না । তিনি সুরক্ষা পেয়েছেন কি না তাও আমরা জানি না তবে এটা নিশ্চিত যে পুলিশ তাকে ধরতে পারেনি ।’।