এইদিন ওয়েবডেস্ক,সন্দেশখালি,২০ ফেব্রুয়ারী : পুলিশের বারবার বাধা কাটিয়ে অবশেষে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালীর তৃণমূল নেতাদের সন্ত্রাস কবলিত এলাকায় পৌছালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে কাছে পেয়ে ফুল ছুড়ে,শাঁখ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে স্বাগত জানালেন সন্দেশখালীর মহিলারা । টোটোই চড়ে গ্রামের বেশ কিছুটা এলাকা ঘুরলেন শুভেন্দু। গ্রামের মহিলা ও পুরুষরা ‘শেখ শাহজাহানের ফাঁসি চাই’ স্লোগান তুললেন । শুভেন্দু অধিকারী বলেন, এলাকার মানুষ দুটো জিনিস চাইছেন । প্রথমতঃ, শান্তিতে থাকতে চান এবং দ্বিতীয়তঃ, শেখ শাহজাহানের ফাঁসি ।’
গ্রামের মহিলারা শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে শাজাহানের অবিলম্বে গ্রেপ্তারি এবং তার ফাঁসির দাবিতে সোচ্চার হন । শুভেন্দু তাদের আশ্বস্ত করে বলেন,’শাজাহান গ্রেপ্তার হবে এবং জেলে যাবে, কথা দিচ্ছি । মা, আমি তোমাদের জন্য ৩০ ডিসেম্বর থেকে লড়াই করছি । শাহজাহান জেলে যাবে,গুন্ডারা শাস্তি পাবে ।’ তিনি মহিলাদের প্রশ্ন করেন, আপনারা শক্ত আছেন তো ?’ এরপর শুভেন্দু ‘জয় ভবানী’ স্লোগান তোলেন । তার সঙ্গে গলা মেলান মহিলারাও ।
শুভেন্দু অধিকারী বলেন, ওরা আমাদের মায়ের গায়ে হাত দিয়েছে, ছাড়বো না । আপনারা শক্ত থাকুন ।’ ক্ষিপ্ত শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্দেশ্যে বলেন,’দ্যাখ মমতা, তোর দিন শেষ ।’।