এইদিন ওয়েবডেস্ক,ইন্ডিয়ানা,২০ ফেব্রুয়ারী : আমেরিকার ইন্ডিয়ানাতে অবস্থিত ফোর্ট ওয়েন(Fort Wayne) সংবাদ মাধ্যমের একজন ফ্রিল্যান্স রিপোর্টার পাঁচ বছরের কারাদণ্ডের মুখে পড়েছেন । জেফরি স্টিভেনস(৪১) নামে ওই সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে “প্রত্যেক ইহুদিকে হত্যা” এবং “ইসরায়েলপন্থী মার্কিন সরকারী কর্মকর্তাদের গুলি করার” হুমকি দিয়েছিলেন । গত সপ্তাহে ফেডারেল কারাগারে বন্দী করা হয়েছে। প্রতিবেদন অনুসারে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ফেসবুকে তার একাধিক হুমকি মূলক পোস্ট ভাইরাল হওয়ার পরে তার বিরুদ্ধে এফবিআইকে অভিযোগ করা হয়েছিল ।
গত ২ ফেব্রুয়ারি এফবিআই-এর জেরার মুখে স্টিভেনস সিআইএ-এর ওয়েবসাইটে হুমকিমূলক পোস্ট করার কথা স্বীকার করেছেন । তিনি জেরায় জানিয়েছেন যে তিনি ইসরায়েলপন্থী মার্কিন সরকারী কর্মকর্তাদের গুলি করতে চলেছেন। স্টিভেনস ফোর্ট ওয়েন পুলিশ বিভাগকে ফেসবুকে একটি বার্তা পাঠানোর কথাও স্বীকার করেছেন, যে পোস্টে তিনি “প্রত্যেক ইহুদিকে হত্যা করবেন” বলে লিখেছিলেন ।
যদিও আত্মপক্ষ সমর্থনের জন্য জেফরি স্টিভেনস পুলিশের জেরায় দাবি করেন যে তিনি যখন বার্তাগুলি পোস্ট করেছিলেন তখন তিনি মাতাল ছিলেন । যদিও তাকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে বলে মনে করা হচ্ছে ।।