এইদিন স্পোর্টস নিউজ,১৯ ফেব্রুয়ারী : যশস্বী জয়সওয়াল, ভারতের ক্রিকেটের নতুন তারকা । মাত্র ২২ বছর বয়সেই ঔজ্জ্বল্য ছড়াতে শুরু করেছেন এই ব্যাটসম্যান,রীতিমতো তোলপাড় তুলে দিয়েছেন রেকর্ডবুকে । সদ্য সমাপ্ত রাজকোট টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। সিরিজের দ্বিতীয় টেস্টেও ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যশস্বী । এক ঝটকায় সবচেয়ে কম বয়সে দুটি ডাবল সেঞ্চুরির মালিক বনে গেছেন ।
এখন মাত্র ৭ টেস্টের ক্যারিয়ারেই ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরির মালিক যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সার্কেলে সর্বোচ্চ রান করা খেলোয়াড় বনে গেছেন তিনি। রাজকোট টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ের সময় তিনি অস্ট্রেলিয়ার উসমান খাজাকে (৮৫৫ রান) ছাড়িয়ে যান। ৭ টেস্টেই ৭১.৭৫ গড়ে ৮৬১ রান করেছেন জয়সওয়াল ।
শুধু তাইই নয়নরাজকোট টেস্টে তার ঝুলতে জমা পড়েছে আরও রেকর্ড ৷ প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ১২টি ছক্কা মেরেছেন যশস্বী । তার আগে এই কীর্তি ছিল শুধুই পাকিস্তানি ওয়াসিম আকরামের দখলে । টেস্টে ছক্কা মারায় জয়সওয়াল অবশ্য অদ্বিতীয়। গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর থেকে এই সময়ের মধ্যে টেস্টে তার চেয়ে বেশি ছক্কা মারতে পারেননি কেউই। মাত্র তিন টেস্ট খেলেই ২২ ছক্কা মেরে এক সিরিজে সর্বোচ্চ ছক্কার রেকর্ড দখলে নিয়েছেন জয়সওয়াল। তার আগে এক সিরিজে সর্বোচ্চ ১৯টি ছক্কা মেরেছিলেন অধিনায়ক রোহিত শর্মা।
তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার আগের পথটা সহজ ছিল না জয়সওয়ালের জন্য। তার বেড়ে ওঠার সময়টা ছিল অনেক কঠিন। রাজকোট টেস্ট শেষে জয়সওয়াল বলেন, ‘বিশেষ করে ভারতে আপনার বেড়ে ওঠার সময়টায় আপনাকে কোনো কিছু পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। এমনকি আপনি যখন বাসে জায়গা পেতে চান, বাসে ঢুকতেও আপনাকে কঠিন চেষ্টা করতে হবে। ট্রেন ও অটোতে জায়গা পেতেও আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এবং আমি সেটি আমার শৈশবের দিন থেকেই করে আসছি। আমি জানি, প্রতিটি ইনিংসই কতটা গুরুত্বপূর্ণ এবং আমি সে জন্যই (অনুশীলন) সেশনে কঠিন পরিশ্রম করি। প্রত্যেকটা ইনিংস আমি আমার ও দলের জন্য হিসেব করে খেলি।’
ক্রিকেট খেলায় তার সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা নিয়ে জয়সওয়াল বলেন, ‘আমার দেশের জন্য খেলাটাই সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা এবং আমি শুধু নিশ্চিত করতে চেষ্টা করি, যখনই সুযোগ আসে আমাকে অবশ্যই আমার শতভাগ দিতে হবে ।’।