এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ ফেব্রুয়ারী : মধ্যপ্রদেশে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ কংগ্রেস থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন । জল্পনা চলছে যে কমল নাথ বিজিবিতে যোগদান করতে পারেন । সেই জল্পনার মাঝেই আরো এক বড় কংগ্রেসী নেতার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে । আর সেই কংগ্রেস নেতা হলেন মণীশ তিওয়ারি । তিনিও কংগ্রেস ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর,আগামী লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করবেন মণীশ তিওয়ারি । মণীশ তিওয়ারি বর্তমানে পাঞ্জাবের আনন্দপুর সাহিব লোকসভার কংগ্রেস সাংসদ। তিনি লুধিয়ানা লোকসভা আসন থেকে নির্বাচনে লড়তে চান । এজন্য বিজেপির সঙ্গে আলোচনা চলছে । বিজেপি ও মোটামুটি তাকে লুধিয়ানায় টিকিট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে সংবাদমাধ্যমের খবর । এমনকি এটা বলা হচ্ছে যে মনিশ তিওয়ারি যেকোনো সময় কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করতে পারেন ।
প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এবং তাঁর সাংসদ পুত্র নকুল নাথ বর্তমানে দিল্লিতে রয়েছেন । তারা বিজেপি হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে। শিগগিরই তাদের দলত্যাগের বিষয়ে ঘোষণা হতে পারে। নকুলনাথ বর্তমানে ছিন্দওয়াড়া থেকে লোকসভা সাংসদ। এই আসনটিকে কমলনাথের ঐতিহ্যবাহী আসন হিসেবে বিবেচনা করা হয়। তিনি কয়েক দশক ধরে এই আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে আসছেন, তাঁর পরে ছেলে নকুলনাথ এই আসনটি ধরে রেখেছেন ।
এর আগে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যাবন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভায় গিয়েছেন । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলি দেবরা একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছেন। একই সঙ্গে বাবা সিদ্দিকীর মতো কংগ্রেসের বড় নেতারাও দল ছেড়েছেন । একের পর এক জোটসঙ্গী সরে যাওয়ায় একদিকে যেমন ‘ইন্ডি’ জোটের অস্তিত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে, অন্যদিকে কংগ্রেসের অস্তিত্বও প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে । এখন কমল নাথ ও মনিশ তিওয়ারি মতো হেভিওয়েট নেতারা যদি কংগ্রেস ত্যাগ করেন তাহলে সোনিয়া-রাহুলদের জন্য একটা বড় ধাক্কা হবে বলে মনে করা হচ্ছে । কারণ মধ্যপ্রদেশে পাঞ্জাবের বহু কংগ্রেসী নেতা তাদের হাত ধরে বিজেপিতে চলে আসবে,এমনও ইঙ্গিত মিলতে শুরু করেছি ইতিমধ্যে ।।