আমার মনের দুয়ারে,
হয়তো মানুষ বলেই ভুল করি
ভুল করেই আবার ভালবাসি
হয়ত মানুষ বলেই আমি আবারো ভালবাসবো।
কেউ একজন গেঁথে থাকবে আমার কবিতার ছন্দে
কিংবা নস্ট কবির নস্ট কাব্য হয়ে
বীণা বাজিয়ে যাবে হৃদয়াঙনে।
আমি মানুষ বলেই কাউকে রেখে দিই
সংগোপনে মনের গহীনে বছর বছর ধরে
জীবনের প্রথম স্পর্শ
প্রথম প্রেম ঘুরে ফিরে হানা দেয়
হাজারো সুখের ভিড়ে
আমি মানুষ, তাই
সুখেও কাঁদি, দুঃখেও কাঁদি।
পরক্ষণেই ভুলে যাই হাজার বছর পুরনো ব্যাথা
মৃত্যু শোকে কষ্টিত হৃদয়েও পুষ্প ফুটে কোন এক বসন্তে
মানুষ বলেই হয়তো
আমৃত্যু দুঃখ পুষি মনের ভিতর।
মানুষগুলো হারিয়ে যায়, মায়ায় আটকে থাকি জীবনভর
শৈশব খুঁজি হৃদয় ভারাক্রান্ত কোন রাতে
কিংবা স্মৃতিরর পাতায় খুঁটে খুঁটে হই দুঃখবিলাসী।
হয়তো মানুষ বলেই
আবেগ আছে, অনুভুতি আছে, কষ্ট আছে,
মানুষ বলেই আকাশ ছুঁতে ইচ্ছে করে,
মেঘেদের মেলায় হারিয়ে যেতেও ইচ্ছে করে,
বৃষ্টিতে ভিজি, সবুজ ঘাসের শিশির বিন্দুতে উল্লাস খুঁজি,
খুঁজি শীতের রাতের নিস্তব্ধতা, ভোরের কুয়াশা,
ঘাসের উপর শিশিরের ছোঁয়া
হয়তো মানুষ বলেই
হয়তো বা……..।।