এইদিন ওয়েবডেস্ক,মিউনিখ,১৮ ফেব্রুয়ারী : এক সময়ের সন্ত্রাসী গোষ্ঠী তালিবান আজ শাসন ক্ষমতায়। একটি সন্ত্রাসী সংগঠন শাসন ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে,তার নজির আফগানিস্তান ৷ দেশে ইসলামি শরিয়া শাসন লাগু করার নামে নাগরিকদের জীবন কার্যত নরকে পরিনত করে দিয়েছে সন্ত্রাসী তালিবান । বিশেষ করে আফগান মহিলাদের প্রতি নিয়ত নিদারুন অভিজ্ঞতার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে । জার্মানির মিউনিখ নিরাপত্তা বৈঠকে অন্তত ১২ টি দেশ আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তালিবানকে এই দেশে নারীদের পদ্ধতিগত যৌন হয়রানি বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে ৷
শনিবার রাতে এই দেশগুলির যৌথ বিবৃতিতে, তালিবানকে বিশ্বের “সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুতর” মানবাধিকার পরিস্থিতিগুলির একটির দায়ী হিসাবে স্বীকৃত করেছে ৷ জার্মানি, কানাডা, আলবেনিয়া, আন্দোরা, বেলজিয়াম, বুলগেরিয়া, ফ্রান্স, কসোভো, লিচেনস্টাইন, মঙ্গোলিয়া, হল্যান্ড এবং রোমানিয়াসহ ১২ টি দেশের পক্ষ থেকে এই যৌথ বিবৃতিটি দেওয়া হয়েছে ।
এই দেশগুলির বিবৃতিতে বলা হয়েছে,’২০২৩ সালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমাদের শেষ বৈঠকের পর থেকে, তালিবানরা আফগানিস্তানে মানবাধিকার, বিশেষ করে নারী ও মেয়েদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে কোনো অগ্রগতি করেনি । বিপরীতভাবে, তারা আফগানিস্তানের সবচেয়ে খারাপ এবং সবচেয়ে ভয়াবহ মানবাধিকার পরিস্থিতির জন্য দায়ী ।’
দেশগুলো আফগান নারী ও মেয়েদের সাম্প্রতিক গ্রেপ্তারের তরঙ্গের দিকে ইঙ্গিত করেছে এবং বলেছে যে সমস্ত গ্রেফতার করা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত । তারা তালিবানকে মানবাধিকার, বিশেষ করে নারী এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আন্তর্জাতিক আইন মেনে চলতে বলেছে । তারা আফগানিস্তানে নারী ও মেয়েদের মানবাধিকারের দিকে মনোযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছে।
মানবাধিকারের প্রতি সম্মান জানানোর পাশাপাশি, এই দেশগুলো আন্তর্জাতিক ব্যবস্থায় আফগানিস্তানের পুনঃএকত্রীকরণের পূর্বশর্ত হিসেবে সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করেছে।
প্রসঙ্গত,তালিবানরা দেশে তাদের আধিপত্যের শুরু থেকেই নারী শিক্ষা, শিক্ষা এবং কাজ নিষিদ্ধ করেছে এবং সম্প্রতি কঠোর বিধিনিষেধ প্রয়োগ করে সারা দেশে কয়েক ডজন নারী ও মেয়েকে গ্রেপ্তার ও নির্যাতন করেছে । বিশেষ করে কাঙ্খিত হিজাব না পালনের অজুহাতে আফগান মহিলাদের তালিবানের রোষের মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি দেদার ঘটছে তালিবান দ্বারা ধর্ষণ ও গনধর্ষণের ঘটনা ।।