এইদিন ওয়েবডেস্ক,সন্দেশখালি(উত্তর ২৪ পরগনা),১৭ ফেব্রুয়ারী : অবশেষে চাপে পড়ে সন্দেশখালির তৃণমূল কংগ্রেসের ‘কুখ্যাত’ নেতা শেখ শাহজাহানের ‘ডান হাত’ শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ । ন্যাজাট থেকে গ্রেফতার করা হয়েছে তাকে । এর আগেই আরও এক তৃণমূল নেতা উত্তম সর্দারকে পুলিশ গ্রেফতার করেছে । শেখ শাহজাহানসহ তার দুই ‘ডানহাত’ শিবু-উত্তমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সন্দেশখালির বহু মহিলা । এক নির্যাতিতা মহিলা বসিরহাট জেলা আদালতে গনধর্ষণের অভিযোগ দায়ের করেন । ম্যাজিস্ট্রেটের কাছে তিনি গোপন জবানবন্দিও দিয়েছিলেন । সন্দেশখালীর বাসিন্দা ওই নির্যাতিতা মহিলা এর আগে বসিরহাট জেলা আদালতে গনধর্ষণের অভিযোগ দায়ের করেছিলএন। সেই অভিযোগের ভিত্তিতেই সন্দেশখালি থানার পুলিশ শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে গণধর্ষণ, লুটপাট, জোর করে জমি দখল, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ । এছাড়া খুনের চেষ্টার ধারাও যুক্ত করা হয়েছে বলে জানা গেছে ।
তবে দুই ‘সাগরেদ’ গ্রেফতার হলেও এখনো অধরা ইডির আধিকারিকদের পিটিয়ে হাসপাতালে পাঠানো শেখ শাহজাহান । এই কারনে উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হলেও এখনো আতঙ্ক কাটছে না সন্দেশখালির বাসিন্দাদের । তাদের দাবি অবিলম্বে গ্রেফতার করা হোক শাহজাহানকে ।
তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার পাশাপাশি এদিন প্রশাসনিক স্তরেও পদক্ষেপ নেওয়া হয়েছে । বদলি করা হয়েছে বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে । তার জায়গায় আনা হয়েছে উত্তর ২৪ পরগনার প্রাক্তন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে । নবান্নের এটা রুটিন বদলি বললেও অনেকে মনে করছেন যে শাহজাহান-শিবু-উত্তম ইস্যুতে দলের ব্যাপক বদনাম হওয়ার কারনেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন মমতা ব্যানার্জি । কারন কয়েকদিন আগেই ভাস্করবাবুকে মালদা রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছিল। তাই এত তাড়াতাড়ি তাকে ফের বদলি করায় এই প্রশ্ন তুলছেন তারা ।
বিগত কয়েকদিন ধরেই শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ তুলছেন সন্দেশখালীর বাসিন্দারা । গত ৯ ফেব্রুয়ারি তৃণমূল নেতা শাহজাহান শেখের এই দুই ঘনিষ্ঠের গ্রেফতারির দাবিতে লাঠিসোঁটা ঝাঁটা দিয়ে রাস্তায় প্রতিবাদ দেখান কয়েকশো মহিলা। সন্দেশখালি থানায় ঘেরাও করেন তাঁরা। পরদিন রাতেই গ্রেফতার হন উত্তম সর্দার। যদিও তখন থেকেই বেপাত্তা ছিল শিবু হাজরা । অবশেষে তাকে গ্রেফতার করল পুলিশ ।।