জ্যোতি প্রকাশ মুখার্জি ও সেখ মিলন, ভাতাড় (পূর্ব বর্ধমান),১৭ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ে ফের বেপরোয়া গতির বলি হলেন দু’জন । আজ শনিবার সাতসকালেই বেপরোয়া গতির ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল সবজি বিক্রেতা বাবা ও ছেলের । আজ সকাল ছয়টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে ভাতার থানার রামচন্দ্রপুর এলাকায় বলগোনা-গুসকরা সড়ক পথে । পুলিশ জানিয়েছে মৃতদের নাম মিলন ভক্ত(৫২) ও তার ছেলে পিন্টু ভক্ত (২৭) । তাদের বাড়ি গুসকরার আলুটিয়া এলাকায় । খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে আসে পুলিশ । পরে ময়নাতদন্তের জন্য দেহদুটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ।
জানা গেছে, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সংসার আলুটিয়ার বাসিন্দা মিলন ভক্তের । দুই ছেলেই বিবাহিত । ছোট ছেলে পিন্টুর বছর দেড়েকের একটি সন্তান রয়েছে । ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ওড়্গ্রাম, মাহাতা, আউশগ্রাম,অভিরামপুর প্রভৃতি এলাকার হাটেহাটে ঘুরে আদা, রসুন ও পেঁয়াজ বিক্রি করে সংসার চালাতেন মিলনবাবু । আজ শনিবার মাহাতাতে হাট বসেছিল । খুব সকালে ছেলে পিন্টু ভক্তকে নিজের বাইকে চাপিয়ে সবজি ভর্তি কয়েকটি ব্যাগ নিয়ে মাহাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি । কিন্তু তিনি গুসকরা-বলগোনা রোড ধরে মাহাতার মুখে আসার সময় রামচন্দ্রপুর এলাকায় এলে গুসকরামুখী একটি বেপরোয়া গতির ডাম্পার তার বাইককে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় । গুরুতর জখম অবস্থায় রাস্তার উপর ছিটকে পড়েন বাবা ও ছেলে । পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা বাবা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন । বাবাও ছেলের অকাল মৃত্যুতে কার্যত পথে বসেছে গোটা পরিবারটি । এদিকে ভাতাড়ে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।।