আমার ভিনদেশী তারা
কোনো এক স্বপ্ন ছোঁয়াতে,
তুই দিস না কেনো সাড়া?
সাথে আগুন পোহাতে।
ও আমার ভিনদেশী তারা
তুই আমার গভীর দীর্ঘশ্বাস,
আমার জন্য অধরা
তোর সাথে অধিবাস।
আমার ভিনদেশী তারা
তোর অন্য কোথাও ঘর,
আমার জন্য তুই
এক ভীষণ স্বার্থপর।
ও আমার আগন্তুক তারা
তুই দিস না আমায় পীড়া,
চোখে চোখে রাখ,
এই অক্ষরবিন্যাস।
আমার ভিনদেশী তারা
তুই অন্য জগতের,
যেখানে আমার যাওয়া
দুর্ঘট অনন্তের।
ও ভিনদেশী তারা
তোর রাজ্য কোথায় বল?
যেখানে আমার যাওয়া
নয় কি তবে অটল!
আমার ভিনদেশী তারা
থাম একটু আলগোছে,
তোকে যে আমার
একটা গল্প বলার আছে।
এক পৃথিবীর কথা
জানাতে চাই তোকে,
থাকবে সহস্র ব্যাথা
বলবো চোখে চোখ রেখে।
একটা আকাশ ছিলো
শুধু রাতেরই প্রহরে,
বিস্মিত উপহার দিলো
সে চলে গেলো অগোচরে।
তুই কারো ভিনদেশী তারা
আমার তাই স্বপ্ন দেখা মানা,
তোর যেখানে বসবাস
দিতে চাই না হানা।
ও আমার ভিনদেশী তারা
একটা গল্প বলি তোকে?
চিরটা কাল শুধু
আমি জানতে চাই তোকে।
আমার ভিনদেশী তারা
তোর ঠিকানা কোথায় বল?
তোর জন্য অপেক্ষা করি
চির বসন্ত কাল।
ও আমার ভিনদেশী তারা
তোকে একটা কথা বলি,
চির বসন্ত জুড়ে
আমি শুধুই তোকে ভালোবাসি।
ও আমার ভিনদেশী তারা
একটা বার আয়,
কিছু কথা বলে
তোকে সামনে থেকে পাই।
কারো ভিনদেশী তারা
অধিকার আমার নেই,
আমি ছেড়ে দিলাম তোকে
হারিয়ে ফেললাম খেই।
আমার ভিনদেশী তারা
একটা বরফের বাড়ি বানা,
জানি সেটা আমি
তবু সেখানে যাওয়া মানা।
ও আমার প্রবাসী তারা
তুই পর হয়েই থাকলি,
তুই বরাবরই শুধু
আগন্তুক হয়ে রইলি।
ও আমার ভিনদেশী তারা
এটা তোর রাস্তা নয়,
অন্য কারো জন্য
তুই করিস না আর ভয়।
আমার ভিনদেশী তারা
তুই অন্য এক নারীর,
সত্যিই তো আমি
এক বড়োই আনাড়ি।
ও আমার ভিনদেশী তারা
তোর একটা প্রজাপতি আছে,
মুখ লুকিয়ে তোর পিছে
আমার একটা গল্প বলার আছে ।।