এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান), ০১ জুন : হাত-পা বাধা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এলাকায় । মঙ্গলবার বিকেলে আউশগ্রামের বড়া চৌমাথার কাছে ২-বি জাতীয় সড়কের ধারে নয়ানজুলিতে ওই দেহটি উবু হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । বছর পঞ্চাশের ওই ব্যক্তির পড়নে ছিল সাদা পাঞ্জাবি ও সাদা পাজামা । পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা নাগাদ দেহটি উদ্ধার করে নিয়ে যায় গুসকরা ফাঁড়ির পুলিশ । মৃতের মুখে আঘাতের চিহ্ন ছিল । পুলিশের অনুমান, খুন করে দেহটি ফেলে দিয়ে যাওয়া হয়েছে ।।