এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ ফেব্রুয়ারী : গ্রেপ্তার হওয়ার সাড়ে তিন মাস পর রাজ্যের বন ও শিল্পদ্যোগ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রীসভা থেকে অপসারণ করল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার । সংবিধানের ১৬৬(৩) ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই সিদ্ধান্তের নিয়েছেন বলে আজ শুক্রবার রাজভবন থেকে জানানো হয়েছে । এখন থেকে জ্যোতিপ্রিয়র ওই দপ্তর দুটি যৌথ ভাবে সামলাাবেন রাজ্যের দুই মন্ত্রী বিরবাহা হাঁসদা ও পার্থ ভৌমিক । রেশন দুর্নীতি মামলায় গত ২৬ অক্টোবর গ্রেফতার হওয়ার পর থেকেই জেলে রয়েছেন মমতা ব্যানার্জির স্নেহধন্য ‘বালু’ ।
রাজ্যের সবচেয়ে বড় দুর্নীতিগুলির মধ্যে অন্যতম রেশন দুর্নীতি মামলা । ২০২০ থেকে ২০২২ সালে মোট তিনটি এফ আই আর দায়ের করে সর্বপ্রথম রেশন দুর্নীতির তদন্ত শুরু করে রাজ্য পুলিশ । যদিও রাজ্য পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল ইডি । ইডির অভিযোগ যে প্রভাবশালীদের আড়াল করছিল পুলিশ । ২০২২ সালের এপ্রিলে ইসিআইআর দায়ের করে তদন্তে নামে ইডি । গত বছর অক্টোবর মাসে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলা মিলে মোট ১২ জায়গায় টানা ৩ দিন ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালায় ইডির তদন্তকারী দল । তারপরই গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ চাল-আটা কলের মালিক বাকিবুর রহমানকে । এরপর খোদ প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে ইডি গ্রেফতার করে ।
ইডির দাবি যে রেশনে প্রায় ২০,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে । এই মামলায় ধৃত শঙ্কর আঢ্যর ৯০টির বেশি ফরেক্সের সঙ্গে লেনদেনের যোগাযোগ পাওয়া গেছে । ওই সংস্থাগুলি মারফত দুর্নীতির পুরো টাকা বিদেশে পাচার হয়েছে বলে আদালতকে জানিয়েছে ইডি । আর এতে বারবার উঠে এসেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম । ‘বালু’র গ্রেফতারির প্রথমদিকে মমতা ব্যানার্জি তার পাশে থাকার কথা বলেছিলেন । শেষ পর্যন্ত সেই মুখ্যমন্ত্রীরই নির্দেশে জ্যোতিপ্রিয়কে সরানো হল রাজ্যের মন্ত্রীসভা থেকে ।।