এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৬ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী ২০২৪) সন্ধ্যায় দেশের রাজধানী দিল্লির আলিপুরে রংয়ের কারখানায় ভয়াবহ আগুন লাগে । ওই অগ্নিকাণ্ডে ১১ জন শ্রমিকের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে । একসঙ্গে অত প্রাণের নির্মমভাবে মৃত্যু হওয়ার পিছনে দমকল ঠিক সময়ে পৌঁছতে না পারাকে কারনে হয়েছে বলে মনে করা হচ্ছে । কৃষকদের আন্দোলনের কারণে দমকলের গাড়িগুলির ঘটনাস্থলে পৌঁছায় অনেক দেরি করে। টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলার সময় দমকল বিভাগের একজন আধিকারিক বলেছেন যে এলাকায় ভারী ব্যারিকেডিংয়ের কারণে ফায়ার ব্রিগেডের পৌঁছতে বিলম্ব হয়েছে। কৃষকদের আন্দোলনের কারণে এই ব্যারিকেডিং করা হয়েছে। যেকারণে পুরো এলাকায় ভারী যানজট ছিল । তাই অনেক জায়গায় যান চলাচল সম্পূর্ণ ডাইভার্ট করায় ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হয়েছে।
পুলিশ জানিয়েছে, কারখানাটিতে রংয়ের কাঁচামাল তৈরি হত। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। আর দমকল দেরিতে পৌঁছনোয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ৯টা নাগাদ দমকল বাহিনীর ২২ টি ইঞ্জিন যখন আগুন নিয়ন্ত্রণে আনে তখন সব শেষ । প্রসঙ্গত, কৃষক আন্দোলনকে সমর্থন করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । কেন্দ্র সরকার বাওয়ানা স্টেডিয়ামকে একটি অস্থায়ী কারাগারে রূপান্তর করার প্রস্তাব দিয়েছিল । যদিও অরবিন্দ কেজরিওয়ালের সরকার কেন্দ্র সরকারের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে । ফলে দিল্লি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে । অবশ্য অরবিন্দ কেজরিওয়াল নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা এবং গুরুতর আহতদের জন্য ২ লাখ টাকা এবং মাঝারিভাবে আহতদের জন্য ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছেন । পাশাপাশি ফায়ার ব্রিগেড আসতে দেরি হওয়ায় তদন্তের নির্দেশ দিয়েছেন ।।