এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ ফেব্রুয়ারী : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ প্রোমোটারের বাড়ি সহ একাধিক জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কয়েকটা বাড়ির পরেই রাজীব দে নামে ওই প্রোমোটারের বাড়ি ও অফিস । আজ শুক্রবার সাতসকালেই রাজীব দের বাড়িতে হানা দেয় ইডির ৬ জনের একটি দল ।রাজীব দে-এর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর ।
রাজীব দের প্রোমোটিংয়ের ব্যবসা রয়েছে । পার্থ চ্যাটার্জির সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাঁর প্রোমোটিংয়ের ব্যবসা ফুলেফেঁপে উঠেছে বলে অভিযোগ ওঠে । এছাড়া উঠে আসছে ‘ইম্প্রলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থার নাম । এই সংস্থার যুগ্ম ডিরেক্টর ছিলেন রাজীব দে ও পার্থর স্ত্রী বাবলি চ্যাটার্জি । বছর চারেক আগে বাবলি চ্যাটার্জির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন পার্থর জামাই কল্যাণময় এবং তাঁর মামা কৃষ্ণচন্দ্র অধিকারী । শিক্ষক নিয়োগ দুর্নীতির বিপুল অংকের টাকা প্রোমোটিং-এর ব্যবসায় লগ্নি হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে ইডি ।
আজ শুক্রবারও সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি অভিযানে বের হন ইডির আধিকারিকরা । বালিগঞ্জ, বাঁশদ্রোণীসহ কলকাতার বিভিন্ন প্রান্তে চলে তল্লাশি অভিযান । ইডির ওই দলগুলি শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরনিয়োগ ও রেশন দুর্নীতির মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছেন বলে জানা গেছে ।।