এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৬ ফেব্রুয়ারী : মালদা জেলায় একের পর মেয়েকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে চলেছে । চলতি বছরের শুরুতে মালদার ইংলিশবাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী সৃষ্টি কেশরী(১০) । পরে তার ধর ও মুণ্ড দুই পৃথক জায়গা থেকে উদ্ধার করে পুলিশ । তার জের মিটতে না মিটতেই ফের এক তরুনীকে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়েছে । এবারে মালদা জেলার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর কলোনির বাসিন্দা জল্পনা মন্ডল নামে এক ২৫ বছরের তরুনীর গলা কাটা ক্ষতবিক্ষত রক্তাক্ত বিবস্ত্র দেহ উদ্ধার হয় গ্রামের পাশে ভুট্টার ক্ষেত থেকে । সরস্বতী পূজোর দিনে সবজি কাটতে হাঁসুয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিল ওই তরুনী । তারপর তিনি আর বাড়ি ফেরেননি । তরুনীকে অপহরণের পর ধর্ষণের করে খুন করা হয়েছে বলে সন্দেহ পরিবারের । এই ঘটনায় আজ শুক্রবার সকাল পর্যন্ত ঘাতক বা ঘাতকদের কোনো হদিশ করতে পারেনি পুলিশ ৷ এদিকে এরাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য । পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির অধীনে নরকে পরিনত হয়েছে বলে তিনি মন্তব্য করেছে।
নিজের এক্স হ্যান্ডেলে মালদার ভুট্টা খেতে পড়ে থাকা মৃত তরুণীর নিথর দেহের ভিডিও পোস্ট করে লিখেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ নারীদের জন্য নরকে পরিণত হয়েছে… এমন কোনো দিন যায় না যেদিন একজন নারীকে ধর্ষণ ও হত্যা করা হয় না। অপরাধের নৃশংসতা প্রায়শই মেরুদণ্ডকে এতটাই ঠান্ডা করে যে কেউ কয়েকদিন ঘুমাতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুই প্রভাবিত করে না, যতক্ষণ না তিনি ভোট পেতে থাকেন… কোনো অপরাধীর বিচার হয় না কারণ তারা প্রায় সবসময়ই ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকে।’ তিনি আরও লেখেন, ‘গত রাতে, মালদহের মোথাবাড়িতে আরও এক তরুণীকে সম্ভবত ধর্ষণ করে খুন করা হয়েছে। শ্রীপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতে তার নগ্ন বিকৃত দেহ পাওয়া গেছে। বাংলা নৈরাজ্যের সাক্ষী হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী এবং তার অপরাধী পুলিশ বাহিনী শুধু নারীদের নিরাপত্তার দিতেই ব্যর্থ হয়নি, বরং অস্বীকার করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য মমতা ব্যানার্জি অভিশাপ।’
এদিকে জেলা জুড়ে চুরি-ডাকাতি, ধর্ষণ করে খুন, শ্লীলতাহানি, মাদক পাচার, চোরাচালান, জাল নোটের কারবারে ব্যাপক হারে বেড়ে গেছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে মালদহের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের জেলার ১৮২ টি ব্যবসায়ী সংগঠন । মালদা জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুন্ডুর অভিযোগ, ‘জেলা জুড়ে একের পর এক ডাকাতি, ছিনতাই,খুনের পাশাপাশি দেদার মাদক কারবার কারবার চলছে। পুলিশ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি ।’।