আমি ভালোবাসা মানে বুঝি
মাথা থেকে পা অবধি ভালোবাসা…
শুরু থেকে শেষ প্রতি মুহূর্তে
জন্ম হবে নতুন নতুন প্রেমের
কিংবা থাকবে ভালোবাসার
অজুহাতেই ভালোবাসা…
সুখ থেকে সুখ দুঃখ থেকে যন্ত্রণা
থাকবে ভালোবাসার উত্তাপ।
সৃজন থেকে স্বজন
কখনো ফেরিওয়ালা কখনো বাউল ,
ভেঙ্গে না যায় আন্তরিকতার টেবলেট
শুধু চশমার ফ্রেম না হোক বিশ্বাসের মাপকাঠি
লাগাম ছাড়া এক জবরদস্ত বোঝাপড়া হোকনা বদলে…!
রাস্তার নুড়ি পাথরের গায়ে ঘাম মুছে
নিজের করে বালির গায়ে আত্মবিশ্বাসের ছবি থাকুক।
ভেঙ্গে যাক রাতের গায়ে ছায়ার প্রতিবিম্ব,,,
সূর্যের মতো করে ভালোবেসে চাঁদ জন্ম নিলে
ভালোবাসার ভ্যালেন্টাইনে বিচ্ছেদের কোনো
জমানো ব্যাথা থাকে না বোধহয়!
ভালোবাসা একবীজ পত্রীর মতো হলে
এতো কবিতার সংখ্যা বেড়ে যেতো না;
কিংবা ভ্যালেন্টাইন উৎসবে এতো মাতামাতি থাকতো না বোধহয়….।।