এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ জুন : মাঠের মধ্যে ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন প্রতিবেশী প্রৌঢ় । তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আরও এক ব্যক্তির । কিন্তু শেষ পর্যন্ত তড়িতাহত হয়ে মৃত্যু হল দু’জনেরই । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার আউড়িয়া গ্রামে । মৃতদের নাম লক্ষী সাঁতরা(৫৫) ও বিধান সাঁতরা(৪৮) । মঙ্গলবার সকালে দু’জনকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । পরে দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
জানা গেছে, এদিন সকালে মাঠের মধ্যে ছিঁড়ে পড়ে থাকা সাবমার্সিবল পাম্পের বিদ্যুতবাহী তারের সংস্পর্শে এসে তড়িতাহত হন আউড়িয়া গ্রামের বাসিন্দা বিধান সাঁতরা । বিষয়টি প্রথমে কারোর নজরে পড়েনি । ফলে দীর্ঘক্ষন ধরে তারের সংস্পর্শে থাকায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল বলে অনুমান গ্রামবাসীদের । তারপর বেশ কিছুক্ষন পর মাঠে যান লক্ষী সাঁতরা । তিনি প্রতিবেশী বিধানবাবুকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে তুলতে যান । ফলে তিনিও তড়িতাহত হন । বিষয়টি কয়েকজনের নজরে পড়ে যাওয়ায় তারা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মেন সুইচ অফ করে দেন । তারপর দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে শেষ রক্ষা হয়নি । দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।।