এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ ফেব্রুয়ারী : উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি ‘কুখ্যাত’ তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার বাহিনীকে বাঁচানোর চেষ্টা শুধু তার দল বা পুলিশি করছে না, বরঞ্চ বাংলার এক শ্রেণীর মিডিয়া ‘ভুয়া খবর’ ছড়িয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে । আর এই ‘ভুয়া খবর’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ ন্যাশনাল কমিশন ফর উইমেন্স(এনসিডবলু) । রাজ্য বিজেপির পেনালিস্ট আশুতোষ ঝার শেয়ার করা একটি ভিডিও রিট্যুইট করে এনসিডবলু আজ লিখেছে,’সন্দেশখালী মামলায় সঠিক ও দায়িত্বশীল মিডিয়া কভারেজের অভাবের কারণে উদ্বিগ্ন এনসিডবলু। আমাদের তদন্ত কমিটি দেখেছে যে পশ্চিমবঙ্গের ভিকটিমদেরকে স্থানীয় পুলিশ হুমকি দিচ্ছে, তাদের বাইরে আসতে বাধা দিচ্ছে এবং যৌন ও শারীরিক হয়রানির ঘটনা রিপোর্ট করছে।’
আসলে ওই ভিডিওটি ছিল নিউজ ১৮ বাংলার প্রতিবেদনের একটি অংশ । ওই চ্যানেল দাবি করে যে “নির্যাতনের অভিযোগ ওড়ালো জাতীয় মহিলা কমিশন” । বাংলার খবরের চ্যানেলের প্রতিবেদনার ভিত্তিতে প্রতিক্রিয়ায় আশুতোষ ঝা লিখেছেন,’নিউজ ১৮ বাংলা এনসিডব্লিউ ইন্ডিয়া সম্পর্কে ভুয়া খবর ছড়াচ্ছে যে মাননীয় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল সন্দেশখালি ভয়াবহতার শিকারদের কাছ থেকে শারীরিক নির্যাতনের কোনও অভিযোগ পাননি ৷ এনসিডব্লিউর মাননীয় চেয়ারপার্সন রেখা শর্মারজির দৃষ্টি আকর্ষণ করছি ।’।