এইদিন ওয়েবডেস্ক,বেরেলি,১৫ ফেব্রুয়ারী : স্বামী বেকার, তাই দুই নাবালক সন্তানসহ চারজনের সংসারের খরচখরচা চালানোর দায়িত্ব পালন করতে হত মুসলিম বধূকে । কিন্তু বেকারত্বের পাশাপাশি বধূর স্বামী ছিল মদের নেশায় আসক্ত । রোজ মদ পান করে বাড়ি ফিরে স্ত্রীকে বেদম পেটাতো সে । প্রতিদিন স্বামীর এই নির্মম অত্যাচার তিনি মেনে নিয়েছিলেন শুধুমাত্র নাবালক দুই সন্তানের মুখ চেয়ে । কিন্তু ক্রমে অত্যাচারের মাত্রা বেড়ে গেলে স্বামীকে ডিভোর্স দিয়ে দেন বধূ । সন্তানসহ নিজে ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন এক হিন্দু যুবককে । উত্তর প্রদেশের বেরেলি জেলার ঘটনা । বুধবার শাহিদা নামে ওই মুসলিম মহিলা রীতি অনুযায়ী হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন এবং ওম প্রকাশ নামে ওই হিন্দু যুবককে বিয়ে করেছেন । শাহিদার এখন নতুন নাম হয়েছে শারদা । শারদার বড় ছেলে আহরাম এখন রোহিত নামে পরিচিত হবে এবং ছোট ছেলে সাদ এখন রোহান নামে পরিচিত হবে ।বিয়ের সময় শাহিদাদের পাশে এসে দাঁড়িয়েছিল স্থানীয় হিন্দু সংগঠনগুলো ।
সংবাদ মাধ্যম ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, পরিবারের ইচ্ছানুযায়ী শাহিদা অনেক আগেই বুলন্দশহরে এক মুসলিম যুবকের সঙ্গে বিয়ে করেছিলেন । কিন্তু তার স্বামী মদের নেশায় আসক্ত ছিলেন । দুই সন্তানের জন্মের পরেও তার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি । কাজকর্মও করত না সাহিদার স্বামী । তার ওপর প্রতিদিন স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করতে হতো তাকে । এমনকি স্বামীর নেশার খরচও জোটাতে হতো সাহিদাকে। এদিকে শাহিদার বাবা হাসমত আলী ও মা মারা গেছে । বাপের বাড়িতে রয়েছে শুধু শাহিদার ভাই । বলে শাহিদার কোথাও যাওয়ার জায়গা পর্যন্ত ছিল না। বছর দেড়েক আগে শাহিদা ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ সীমা ছাড়িয়ে গেলে দুজনেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন ।অবশেষে শাহিদা আইনি ডিভোর্স পান।
প্রতিবেদন অনুযায়ী, বিবাহবিচ্ছেদের পরে শাহিদা তার শ্বশুরবাড়ির পাশাপাশি তার বাপের বাড়ি থেকে কোন সহযোগিতা পায়নি । যে কারণে অষ্টম পাস শাহিদা দুই সন্তানকে নিয়ে চলে আসেন গাজিয়াবাদে । তিনি একটি মোবাইল ফোন কোম্পানিতে কাজ শুরু করেন। বেরেলির বাসিন্দা ওম প্রকাশও এখানে কাজ করতেন। দুজনের মধ্যে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ।
শাহিদা জানান তিনি হিন্দুধর্মের প্রতি প্রথম থেকেই অনুরক্ত ছিলেন । ওম প্রকাশের সংস্পর্শে আসার পর তিনি পূজার্চনা শুরু করেন । সম্প্রতি ওম প্রকাশ কে বিয়ের প্রস্তাব দেন শাহিদা । সেই প্রস্তাব গ্রহণ করেন ওম প্রকাশ । অবশেষে, ওম প্রকাশ এবং শাহিদা বুধবার বেরেলির ভিতানাথ মন্দিরে বৈদিক রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । তাদের বিয়ের অনুষ্ঠানে হিন্দু সংগঠনের অনেক নেতারা উপস্থিত ছিলেন । জাগরণ মঞ্চের আধিকারিক হিমাংশু প্যাটেল ওই পরিবারটিকে সসর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।।