এইদিন স্পোর্টস নিউজ,১৫ ফেব্রুয়ারী : টেস্ট ক্রিকেটে একদিনের ছন্দ,যাকে এক কথায় বলা হয় – ‘বাজবল’ । আর এই ছন্দের স্রষ্টা হলেন ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। টেস্ট ক্রিকেটে ‘বাজবল’ খেলার ধরন নিয়ে ব্যাপক আলোচনা চলছে।ম্যাককালামের ডাকনাম ‘বাজ’ থেকে অনুপ্রাণিত এই আক্রমণাত্মক খেলার ধরনটি বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিলেও খোদ ইংল্যান্ডেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ‘বাজবল’ শব্দকে ।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে বর্তমানে রাজকোটে রয়েছে ইংল্যান্ড দল। এই ম্যাচের আগে দলের টপ অর্ডার ব্যাটসম্যান অলি পোপ বলেছেন,’আমাদের দলে প্রত্যেকের ব্যাটিংয়ের ধরন আলাদা। ‘বাজবল’ শব্দ উচ্চারণ করার অধিকার আমাদের নেই।’
পোপ আরও বলেন,’আমরা যেভাবে ইনিংস শুরু করি এখানে শুধু আগ্রাসনই থাকে না। অনেক সময় চাপ নিয়ে ব্যাটিং করতে হয়। আমরা জানি কখন আগ্রাসী ও আর কখন চাপ সামলে ব্যাটিং করা দরকার।’
এর আগে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও ‘বাজবল’ শব্দটি এড়িয়ে যেতে চান। স্টোকসের ভাষায়,’এটি তৈরি করেছে সংবাদমাধ্যম। আমরা এটি থেকে দূরে থাকার চেষ্টা করি। লাল বলের ক্রিকেটে আমরা যেভাবে খেলছি তাই হয়তো তারা এই নাম দিয়েছে। কিন্তু আমরা কেউই এটা পছন্দ করি না ।’।