এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ ফেব্রুয়ারী : ২০২৪-২৫ সালের অর্থবর্ষের বাজেটে রাজ্যের বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে পাঁচ লাখ কর্মসংস্থানের কথা বলা হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এই ঘোষণাকে ‘ঢপবাজি’ বলে কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ মঙ্গলবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ‘আপনি কর্মশ্রী প্রকল্পে পাঁচ লাখ কর্মসংস্থান করবেন বলেছেন,কিন্তু এই প্রকল্পে আপনি তো কোনো টাকাই রাখেননি । শুধু নির্বাচন করবেন বলে ঢপবাজি ।’ তাঁর অভিযোগ,’বাজেটের মাধ্যমে মুখ্যমন্ত্রী সমগ্র রাজ্যবাসীকে ধাপ্পা দেওয়ার চেষ্টা করছেন ।’
তিনি বলেন,’আপনি ২০১৯ এবং ২০২১ সালে মাইক ধরে বলে এসেছিলেন ডবল ডবল চাকরি দেবেন । ডবল ডবল চাকরি কে পেয়েছে ? আলাপন ব্যানার্জি পাঁচটা চাকরি পেয়েছে । হরিকৃষ্ণ দ্বিবেদী দুটো চাকরি পেয়েছে, আরো একটা পাবে, হিডকো । ডবল চাকরি বাসুদেব ব্যানার্জি পেয়েছে । নবীন প্রকাশ,মনোজ মালব্য,বীরেন্দ্র, আরডি মিনারা ডবল চাকরি পেয়েছে । আপনাকে চুরি করতে এবং গণতন্ত্রের ধ্বংস করতে যে যে আধিকারিকরা সাহায্য করেছে তাদেরই আপনি ডাবল চাকরি দিয়েছেন ।’ তিনি আরও বলেন, ‘ডবল চাকরি কার? প্রদীপ মজুমদারের । মানরেগায় ২২ টাকার গাছের চারা ৭৫ টাকায় বিক্রি করেছেন । ৪৫ টাকা গাছের চারা আড়াইশো টাকায় বিক্রি করেছেন । তৃণমূলের সব এমপির ল্যাড এক অ্যাগ্রো কর্পোরেশন থেকে হয়,১৫ শতাংশের বিনিময়ে ।’
শুভেন্দু অধিকারী বলেন,’আপনি হাতি পুষছেন, ডক্টর অমিত মিত্র। সরকারি গেস্ট হাউস, গাড়ি, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা, ক্যাবিনেট মন্ত্রী সমান অর্থনৈতিক প্রটেকশন । কি কাজে দেয় ?’