এইদিন ওয়েবডেস্ক,হুগলি,১৩ ফেব্রুয়ারী : হুগলিতে এক বিজেপি কর্মীর মাকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে । সোমবার রাতে পোলবার সুগন্ধায় একটি পরিত্যক্ত কারখানার সামনে জঙ্গল থেকে ওই মহিলার গলাকাটা রক্তাক্ত নিথর দেহটা উদ্ধার হয় । জানা গেছে মৃতার নাম জ্যোৎস্না জানা । তাঁর ছেলে রাজু জানা সক্রিয় বিজেপি কর্মী । এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় । তিনি এক হ্যান্ডেলে ওই প্রৌঢ়ার মৃত দেওয়া উদ্ধারের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘তৃণমূলের বর্বরোচিত জঘন্য কাজের কারনে আরেকটি নির্দোষ জীবন চলে গেল । হুগলির পোলবা দাদপুরে নৃশংসভাবে খুন করা হল বিজেপি কর্মী রাজু সাহার মা জ্যোৎস্না জানাকে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা তুচ্ছ লাভের জন্য নির্লজ্জভাবে মহিলাদের শোষণ করে, তার গুন্ডারা নির্দয়ভাবে বিজেপি কর্মীদের এবং তাদের পরিবারকে নিশানা করে । জনগণ জবাবদিহিতা দাবি করে এবং ২০২৪ সালে তারা টিএমসির সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে একটি শক্তিশালী রায় দেবে।’
যদিও পোলবা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র ঘড়া এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক রং চড়ানোর অভিযোগ তুলেছেন । এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনার পর দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে থানা ঘেরাও ও পরে রাজহাট-মহানাদ সড়ক পথের উপর বসে অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা ।
জানা গেছে, মৃতা জ্যোৎস্না জানা সুগন্ধার দিল্লি রোডের পাশের একটি ইট ভাটায় কাজ করতেন । ওই ইট ভাটাতেই থাকতেন তিনি । পাশাপাশি কিছু পোষ্য ছাগল চড়াতে যেতেন কিছুটা পাশে বন্ধ রুইয়া কেমিক্যাল কারখানা চত্বরে । কিন্তু তিনি সোমবার ছাগল চড়াতে যাওয়ার পর আর বাড়ি ফিরেননি । পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে ওই কারখানা চত্বরের মধ্যেই মহিলার গলার ললিকাটা রক্তাক্ত নিথর দেহটা পড়ে থাকতে থেকে। খবর পেয়ে পোলবা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে আনে । আজ ময়নাতদন্তের জন্য দেহটি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় পুলিশ ।
হুগলি (গ্রামীণ) পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, খুনের ধারায়(আইপিসি ৩০২) একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছ ।।