ছড়ার রাজা ভবানীপ্রসাদ! শেষ প্রণামটা নিয়ে যান!
অশ্রুজলে বিদায় দিলাম, রইল আপনার অজস্র দান।
বাঙালি হয়ে বলি যখন বাংলাটা ঠিক আসে না,
সবাই তখন মুখটি টিপে না হেসে আর পারে না।
স্বাধীনতার মানেটা ঠিক বুঝিয়ে দিলে সহজে
চোখে আঙুল দিয়ে তুমি শিখিয়ে দিলে শত যে।
নাক উঁচু এই বাঙালির ঘরে আবার এসো হে গুনী,
অশ্রু-ভেজা পিচ্ছিল পথে তোমার যাওয়ার ধ্বনি শুনি।।