এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ ফেব্রুয়ারী : পাঞ্জাবের কৃষকদের ধর্মঘট ঘিরে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে । হরিয়ানায় পুলিশের ব্যারিকেট ভেঙে দিল্লিতে ঢুকে পড়েছে পাঞ্জাবের কৃষকদের শত শত ট্রাক্টর । যে কারণে যানজটে নেকার হচ্ছে সাধারণ মানুষকে । কৃষকদের লাগাতার এই ধর্মঘটের জেরে ক্ষিপ্ত মানুষ প্রতিবাদ শুরু করেছে । এবারে কৃষক ধর্মঘটের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন এক আইনজীবী । প্রধান বিচারপতির কাছে তিনি একটি আবেদন করেছেন । সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি আদিশ আগরওয়ালের ওই আবেদনপত্রে অবৈধভাবে দিল্লিতে প্রবেশের চেষ্টাকারীদের বিরুদ্ধে আদালকে একটি স্বতঃপ্রণোদিত মামলা করার জন্য অনুরোধ করেছেন তিনি ।
আজ মঙ্গলবার দিল্লি হাইকোর্টে আইনজীবী অশ্বিনী উপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন । ভিডিওতে দেখা গেছে একটি ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে রয়েছে শত শত চার চাকার গাড়ি । অশ্বিনীবাবু লিখেছেন, ‘এক ঘণ্টা ধরে দিল্লির সীমান্তে আটকে আছি। আমি আদালতে যেতে পারছি না, বাড়িতেও যেতে পারছি না । আধারের সঙ্গে সম্পত্তি লিঙ্ক করার আইন করা হলে সব দালাল জেলে পচত।আইন খারাপ, বিচার ব্যবস্থা পচা, সেজন্য যারা নৈরাজ্য ছড়ায় তাদের শাস্তি হয় না ।’
এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল । ভিডিওতে দেখা গেছে সড়ক পথ অবরোধ করে রেখেছে পাঞ্জাবের কৃষকরা । এক বৃদ্ধা যানজটে আটকে পড়ে এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে যে তিনি কৃষকদের উদ্দেশ্য প্রকাশ্যে বিষোদগার করতে শুরু করেন । যদিও কৃষকদের নির্বিকারভাবে রাস্তার উপরে শতরঞ্জি বিছিয়ে বসে থাকতে দেখা যায় ।।