এইদিন ওয়েবডেস্ক,১২ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে বিধানসভায় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা এবং জনজাতি মহিলাদের জন্য ভাতা ১,০০০ থেকে বাড়িয়ে ১২০০ টাকা করার কথা ঘোষণা করেছেন তিনি । রাজ্য সরকারের এই বাজেটকে ‘দিশাহীন বাজেট’ বলে খোঁচা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি টলিউড অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কবিতা আবৃত্তির মাধ্যমে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে বলেছেন, ‘৫০০ টাকার ভাতা বাড়িয়ে কি ইজ্জত কেনা যায় ?’ সেই সাথে তিনি বলেছেন,’বাংলার প্রতি গ্রামেতে এবার হবে সন্দেশখালি ।’
শনিবার তিনি একটি স্বরচিত কবিতা পাঠ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজের পেজে পোস্ট করেছেন রুদ্রনীল ঘোষ । তাঁর আবৃত্তি করা কবিতাটি নিচে তুলে ধরা হলো :-
‘তছনছ তোর জোড়া ফুল চাষ, কি দেখছো বনমালী?
যত অন্যায় পাপ করেছিলে, জমে সন্দেশখালি ।
ছাই চাপা সব আগুন ফেটেছে, বেরোচ্ছে যত লাভা
সাধু সাবধান সামলাও ধান, আর খেলো না গো দাবা ।
সে শাজাহানের ছিল তাজমহল,পাপমহল এই শাহজাহান
সেও গিয়েছে, এও যাবে, হবে সব খান খান ।
তাই মুখোমুখি আজ পুলিশ-মানুষ অধিকার কাড়া যুদ্ধ
ধৈর্যের বাঁধ ভেঙেছে এবার, থাকবে না অবরুদ্ধ ।
যে মায়ের হাতে শাঁখার বদলে মুঠো করে ধরা লাঠি
সে মায়ের গলা থামানো যাবে না, যত নাড়ো কল কাঠি।
জীবনের চোখে জলের বদলে, আগুন ঝলসে ওঠে
বদলা নেবার হিসেব বোঝার, প্রতিবাদ তার ঠোঁটে ।
সন্দেশ দেয় সন্দেশখালি আর নয় অন্যায়
শাসক তোমার শোষণ বন্ধ, মেনে নাও মেনে নাও পরাজয় ।
হিসাবের খাতা খুলেছে মায়েরা, কি কি ভাবে চলে লুট
শাসক তোমার লুডোর চালেতে ছক্কা এবার পুট ।
ধিকি ধিকি জ্বলা আগুন আজকে, দাউ দাউ দাবানল
লুটতরাজের হবে দিন শেষ,তাড়াতাড়ি ফলাফল ।
শয়তান খোঁজে সন্দেশখালি, মায়েদের হাত ধরে
আর, দালাল পুলিশ কাঁপে চিন্তায়, দিদির নাম জপ করে ।
অনেক লুটেছ মান ইজ্জত, চাল-ডাল-জমি-বাড়ি
মা-মাটি-মানুষ মিথ্যা ফানুস, রক্তের কারবারি ।
আর কত দিন পুলিশের ঢালে বাঁচবে চালাকি করে ?
মিথ্যা কেস আর এফআইআর-এ মরবে বেঘোরে।
ডালে ডালে তুমি যতই চলো, মানুষ চলছে পাতায়, শাসক
৫০০ টাকার ভাতা বাড়িয়ে কি ইজ্জত কেনা যায়?
ক্ষমতার লোভে ধ্বংস মমতা, লোভের গুড়েতে বালি
বাংলার প্রতি গ্রামেতে এবার হবে সন্দেশখালি ।
হাজারে হাজারে লক্ষ্মীরা আজ বেরচ্ছে রাস্তায়
অত্যাচারের জবাব না দিলে ছাড়বে না সস্তায় ।
শিরদাঁড়া বেচা বুদ্ধিজীবীরা কত চুপ হবে আর,এই ?
গণতন্ত্রের সাথে মারা যায় মানুষের অধিকার ।
চলছে আগুন বুকের ভিতর থাকুক না পেট খালি
ইজ্জত হারা বাংলা জুড়ে হবে সন্দেশখালি ।
শাসক যখন শোষক হয়েছো মানুষকে ভাবো ভোটার
কাটারি পড়বে, রক্ত ঝরবে, খেলা শেষ হবে লোটার ।’
রুদ্রনীল ঘোষের এই ভিডিওটি ভাইরাল হয়েছে ।অভিনেতার প্রতিবাদের ভাষা এবং কবিতা পাঠের অসাধারণ ভঙ্গির প্রশংসা করেছেন সকলে । রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৫ হাজার ভিউ, চার হাজার শেয়ার, ২৫কে লাইক এবং দেড় হাজার মন্তব্য করা হয়েছে ।।