এইদিন ওয়েবডেস্ক,দুর্গাপুর,১১ ফেব্রুয়ারী : কলকাতার যাদপুর বিশ্ববিদ্যালয়ের একের পর পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে র্যাগিং ও অবাধ মাদক সেবনের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য। তারই মাঝে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একটি বেসরকারি কলেজের প্রথম বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে । অভিযোগ উঠছে ওই পড়ুয়াও র্যাগিংয়ের শিকার হয়েছে । পড়ুয়ার মৃত্যুতে বাকরুদ্ধ পড়ুয়ার বাবা-মা।
জানা গেছে,পড়ুয়ার নাম রাজদীপ সরকার(১৮)। তার বাড়ি আউশগ্রামের দাড়িয়াপুর এলাকায় । রাজদীপের বাবার নাম দেবাশীষ সরকার গ্রামেই একটি মুদিখানা দোকান চালান । তাঁর একমাত্র সন্তান রাজদীপ । রাজদীপ গুসকরা পি পি ইনস্টিটিউটশন থেকে ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর দুর্গাপুরের নিউটউনশিপ থানার ফুলঝোড় মোড় সংলগ্ন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ব্যাচেলর অফ বিজনেস আ্যামিনিস্ট্রেশনের (বিবিএ) ভর্তি হয় । আজ রবিবার রাজদীপকে গুরুতর জখম অবস্থায় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে কলেজ কর্তৃপক্ষ ।
মৃতের জ্যাঠা চঞ্চল সরকার অভিযোগ করেন,’কলেজ থেকে আমাদের ফোন করে বলা হয় আজ দুপুর প্রায় দেড়টা নাগাদ কলেজের হোস্টেলের খাট থেকে পড়ে গিয়েছে রাজদীপ এবং গুরুতর আহত অবস্থায় তাকে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । কিন্তু আমরা হাসপাতালে গিয়ে জানতে পারি যে রাজদীপের মৃত্যু হয়েছে ।’ তিনি বলেন, ‘আমরা দেখতে পাই যে রাজদীপের চোখে মুখে আঘাতের চিহ্ন রয়েছে । এই দেখে আমরা কলেজে যাই । সেখানে গিয়ে কর্তৃপক্ষের কাছে আমার ভাইপোর মৃত্যুর কারন জানতে চাই । তখন কলেজ কর্তৃপক্ষ প্রথমে জানান খাট থেকে পড়ে যাওয়ার কথা বলে, তারপর আবার বলা হয় ফোন করতে করতে পড়ে গিয়েছে রাজদীপ । মৃত্যুর কারন স্পষ্ট করে আমাদের বলা হচ্ছে না ।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমার ভাইপো র্যাগিংয়ের শিকার হয়েছে বলে আশঙ্কা করছি । কারন হোস্টেলের ঘরে রাজদীপের সঙ্গে আরও তিন সহপাঠী ছিল ।’
চঞ্চল সরকার এনিয়ে মৃতের দুই সহপাঠী,কলেজ আ্যডমিনিস্ট্রেসন,হোস্টেলের সুপার,ওয়াডের্ন বিরুদ্ধে দুর্গাপুরের নিউটউনশিপ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ । যদিও র্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করে কলেজের ডিন আ্যডমিনিস্ট্রেসন রাজদীপ রায় বলেন, ‘এটা মর্মান্তিক ঘটনা, হোস্টেলের ঘরে খাটে বসতে গিয়ে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে যায় রাজদীপ । পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায় ।’।