এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,১১ ফেব্রুয়ারী : শ্রীকৃষ্ণকে ‘অসুর’ বলা কীর্তনীয়া দিনকৃষ্ণকে বেদম পেটালো দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরের বাসিন্দারা । ওই কীর্তনীয়াকে মারধরের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে দিনকৃষ্ণকে চূড়ান্ত হেনস্তা করতে দেখা যায় । এক পুলিশকর্মীকে দিনকৃষ্ণর গেঞ্জি টেনে ধরে টানতে নিয়ে চলে যেতে দেখা যায় । ক্ষিপ্ত জনতা কীর্তনীয়ার উদ্দেশ্যে অস্রাব্য ভাষায় গালিগালাজ করে । সোশ্যাল মিডিয়ার দাবি করা হচ্ছে যে কীর্তনীয়াকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ ।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রের খবর,প্রহৃত কীর্তনীয়ার আসল নাম রাজু নস্কর । তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বাড়ি বকুলতলা থানা এলাকায় ।রাজু যৌবনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এবং তার উদ্দেশ্য হিন্দুদেরকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করা বলে অভিযোগ তুলেছেন কেউ কেউ । জানা গেছে, রাজু নস্কর যৌবনে তার নাম পালটে ‘দিনকৃষ্ণ ঠাকুর’ রেখে জেলায় জেলায় কীর্তন করতে শুরু করেন । কীর্তনের মাঝে মূলত হিন্দু দেব-দেবীদের আক্রমণ করাই ছিল তার লক্ষ্য । দেবী দুর্গার বিরুদ্ধে অশালীন ভাষায় আক্রমণ করতে শোনা গেছে তাকে । এমনকি একটি সংকীর্তন আর আসরে তাকে বলতে শোনা যায় যে ‘কৃষ্ণ দেবতা নয়, কৃষ্ণ হল অসুর । সেই অসুরকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা বানিয়ে দেওয়া হয়েছে ।’
জানা গেছে, শনিবার জয়নগর বুড়োরঘাটে হরিনাম সংকীর্তনের আসরে গিয়েছিলেন রাজু নস্কর ওরফে দিনকৃষ্ণ ঠাকুর৷ সেই সময় ফের হিন্দু দেব-দেবীদের নিয়ে বিরূপ মন্তব্য করলে একটি হিন্দু সংগঠনের লোকজন তাকে ঘিরে ধরে । অভিযুক্ত কীর্তনীয়াকে চূড়ান্ত হেনস্তা করা হয় । খবর পেয়ে জয়নগর থানার এক পুলিশ কর্মী তাকে কোনোভাবে উদ্ধার করে ভিড়ের মধ্য থেকে টানতে টানতে নিয়ে চলে যায় ।
এদিকে ওই কীর্তনীয়ার এই প্রকার হেনস্তায় অনেকে খুশি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় । সিদ্ধার্থ রায় চৌধুরী নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে দিনকৃষ্ণ ঠাকুর নামে একটা ভন্ড সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ধর্মীয় কীর্ত্তন অনুষ্ঠানে হিন্দু দেবীদের নিয়ে উল্টোপাল্টা মন্তব্য এবং ধর্মীয় গ্রন্থের ভুল ব্যাখ্যা করত। দীর্ঘদিন ধরে সহ্য করার পর আজ জয়নগরে দিনঠাকুরকে সকল হিন্দুরা একত্রিত হয়ে একটু সেঁকে দিয়েছে। ধন্যবাদ জয়নগর।’
বিপুল সরকার লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে দিনকৃষ্ণ ঠাকুর নামে একটা ভন্ড সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ধর্মীয় কীর্ত্তন অনুষ্ঠানে হিন্দু দেবদেবীদের নিয়ে উল্টোপাল্টা মন্তব্য এবং ধর্মীয় গ্রন্থের ভুল ব্যাখ্যা করত। দীর্ঘদিন ধরে সহ্য করার পর আজ জয়নগরে দিনকৃষ্ণ ঠাকুরকে সকল হিন্দুরা একত্রিত হয়ে একটু সেঁকে দিয়েছে। ধন্যবাদ জয়নগর । জয় শ্রী কৃষ্ণ । জয় শ্রী রাম । হর হর মহাদেব ।’
একজন ব্যবহারকারী মারধরের ভিডিওটি শেয়ার করে লিখেছেন,’এই সেই দিনকৃষ্ণ ঠাকুর যার আসল নাম (সূর্য নস্কর)৷ যে হিন্দু সনাতন ধর্মের দেব দেবী কে অপমান করে, আমাদের হিন্দু ধর্মের কলঙ্ক । তাকে আজ বাড়ি থেকে আটক করল আমাদের রামসেনা কমেটি । তাকে আমাদের জয়নগর থানার হাতে তুলে দেওয়া হল। সমস্ত হিন্দু ধর্মের মানুষ কে এরকম ভণ্ড দের থেকে সাবধানে থাকুন। রাধে রাধে ।’
ওই বিতর্কিত কীর্তনীয়ার মার ধরে খুশি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটও । সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি গৌতম হালদার প্রান্ত লিখেছেন, ‘পরমেশ্বর শ্রীকৃষ্ণকে নিয়ে কটুক্তি…!!! ঘুমন্ত হিন্দুরা জেগে উঠেছে এই ভিডিওটি তার জলন্ত প্রমাণ…….। উল্লেখ্য, দিনকৃষ্ণ ঠাকুর নামের এই মূর্খ সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন কীর্ত্তন অনুষ্ঠানে আমাদের দেব-দেবী নিয়ে উল্টোপাল্টা কুরুচিপূর্ণ মন্তব্য সহ পবিত্র ধর্মীয় গ্রন্থের ভুল ব্যাখ্যা করতো! এ নিয়ে দীর্ঘদিন ধরে সনাতনীরা ব্যাপক প্রতিবাদ করছে! কিন্তু আজকে কলকাতার জয়নগর নামক একটি স্থানে সনাতনী সম্প্রদায় বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে গণধোলাই দিয়েছে! তারপর কোলকাতা পুলিশ এসে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এভাবেই ভন্ড ধর্মব্যবসায়ীদের উচিত শিক্ষা দেওয়া হোক । জয় শ্রী রাম ।’।