এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ ফেব্রুয়ারী : গত ২২শে জানুয়ারী অযোধ্যায় শ্রীরাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান বয়কট করেছিল কংগ্রেস । এ কারণে দলের তীব্র সমালোচনা করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আধ্যাত্মিক গুরু আচার্য প্রমোদ কৃষ্ণম । অবশেষে আশঙ্কা সত্যি করে শেষ পর্যন্ত তাকে দলের সমালোচনার মূল্য চোকাতে হলো । আচার্য প্রমোদ কৃষ্ণমকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে । এ নিয়ে কংগ্রেসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।
শনিবার(১০ জানুয়ারী) অখিল ভারতীয় কংগ্রেস কমিটির মহাসচিব তথা সাংসদের স্বাক্ষরিত একটি প্রেস রিলিজে বলা হয়েছে, শৃঙ্খলাহীনতার অভিযোগ আর দলের বিরুদ্ধে বারবার বিবৃতি দেওয়ার বিষয়টি নজরে রেখে মাননীয় কংগ্রেস সভাপতি শ্রী প্রমোদ কৃষ্ণমকে অবিলম্বে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির বহিষ্কারের প্রস্তাব অনুমোদন করা হল।’
প্রসঙ্গত, রাম মন্দিরের উদ্বোধন বয়কট নিয়ে দলের ওপর চরম ক্ষুব্ধ ছিলেন আচার্য প্রমোদ কৃষ্ণম । দলের সমালোচনার পাশাপাশি থাকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির খোলাখুলি প্রশংসা করতে শোনা গিয়েছিল । সংবাদ মাধ্যমের কাছে তিনি সাফ বলেছিলেন, প্রধানমন্ত্রীর রূপে নরেন্দ্র মোদি থাকার কারণে রাম মন্দিরের নির্মাণ ও উদ্বোধন সম্ভব হয়েছে, তা না হলে কোনদিন এ রাম মন্দিরে নির্মাণ হতো না ।’ তিনি রাম মন্দির উদ্বোধনে বয়কটে দলের কৌশল ও নীতির প্রকাশ্যে সমালোচনা করেছিলেন । রাম মন্দির নিয়ে বিজেপিকে সমর্থন করে আলোড়ন সৃষ্টি করেছিলেন প্রমোদ কৃষ্ণম । এছাড়াও, তিনি ১৯ ফেব্রুয়ারি সম্বলে কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানিয়েছিলেন ।
যদিও এই বহিষ্কারের পূর্বানুমান করেছিলেন প্রমোদ কৃষ্ণম । রাম মন্দির উদ্বোধনের আগে একটি বৈদ্যুতিক চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেছিলেন, রাম মন্দিরে উদ্বোধনের সমর্থন করার জন্য হয়তো আমাদের স্কুলিতে চড়ানো হতে পারে । কিন্তু শুলিতে চড়তে আমার কোন দুঃখ নাই। কারণ আমি রাম মন্দিরে উদ্বোধনের সমর্থন একজন রাজনৈতিক নেতা বা কংগ্রেস নেতা হিসেবে বলছি না, একজন রামভক্ত হিসেবে সমর্থন করছি ।’ তিনি রাহুল গান্ধীর ভারত যাত্রার সমালোচনা করে বলেছিলেন,দল মনে হচ্ছে ২০২৪ সালের নির্বাচন নয়,২০২৯ সালের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ।’।