এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১১ ফেব্রুয়ারী : গরুর গাড়িতে দেবমূর্তি নিয়ে অভিনব সংকীর্তন যাত্রা শুরু করেছে ইসকন (ISKON) । নাম দেওয়া হয়েছে ‘শ্রীল প্রভুপাদ সংকীর্তন পদযাত্রা’ । দক্ষিণবঙ্গের নবদ্বীপ থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত এই সংকীর্তন যাত্রা চলবে বলে জানিয়েছেন ইসকনের গুজরাটের আহমেদাবাদ শাখার তরুন সন্ন্যাসী চন্দ্রমোহন দাস । তিনি জানান নবদ্বীপের মায়াপুর থেকে শুরু হয়েছে এই যাত্রা ৷ যাত্রাটি মুর্শিদাবাদ, দুই বর্ধমান, মেদিনীপুর, মালদা, পুরুলিয়া জলপাইগুড়ি, হয়ে শিলিগুড়ি পর্যন্ত যাবে । ফের মায়াপুরে ফিরে এসে এই পদযাত্রা শেষ হবে ।
আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন ইসকনের এই পদযাত্রাটি শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার ভাতারে এসে পৌঁছয় । দেখা যায় একটি সুসজ্জিত গরুর গাড়িতে রাখা হয়েছে প্রভুপাদ ও গৌড়-নিতায়ের মূর্তি । গরুর গাড়ির অগ্রভাগে সন্ন্যাসীরা বাদ্যযন্ত্র সহযোগে হরিনাম করতে করতে যাচ্ছেন । ইসকনের তরফে শ্রদ্ধালুদের চরণামৃত বিতরণও করা হয় । অভিনব এই ধর্মীয় পদযাত্রা ভাতার বাজারের মানুষের নজর কেড়ে নেয় । আজ রবিবার সকালে হরিনাম সংকীর্তন সহযোগে পদযাত্রাটি বর্ধমান শহরের উদ্দেশ্যে রওনা হয় ।।