তোমার আস্কারাতে হেমন্ত সন্ধ্যায় কুয়াশার ভিড়,
নাটক পাড়ায় আগামী ফাল্গুনের আয়োজন ভীষণ,
সবটাই চূড়ান্ত সাজানো ঢঙে স্মরণেয় সরণি,
কিছু সংবাদী বাতাস আঁখিপল্লবে রাতারাতি স্থির!
ঝড় এসেছে? আসুক, তোমার কথাই ভাবব।
আমার ঘর থেকে উঠান, উঠান থেকে ধর্মতলা,
ঐতিহ্যময় যুদ্ধ যুদ্ধ খেলা, শুরু থেকে শেষ—
আবারো শেষ থেকে শুরু….,
আমি নিকানো ঘর আবার বিশুদ্ধ করি চিরকালীন অভ্যাসে।
শুধু তোমার কথা ভেবে রাত্রি থামেনা দোরে,
তুমি ভোর আনবেই সন্ধ্যা পেরিয়ে, কুয়াশা সরিয়ে।
আমার ঘর, উঠান,ময়দানে তুমি লাল টুকরো স্ফূলিঙ্গ ,
তোমার সাহেবী কিতাবে বায়রনী জাগরণ,
শেষ পৃষ্ঠায় অনাহূত সূচনার তুমি বিদ্রোহী নায়ক।
সুভাষ বোসের অশ্বের লাগাম তোমার কলমে ও ঠোঁটে,
চেতনার চাবুকে তুমি-ই বদলাতে পারো কবি
হীনতার শাসন, নীতিহীন রাজ্যপাট,
আমরা তোমার শব্দ বারুদে করি পবিত্র অগ্নিস্নান শোষকের বিরুদ্ধ প্রতিবাদে।।