সম-আজ এটা কিন্তু সমাজে নেই, ছিল না কোনদিনই!
সমাজ, মানুষ বসতি নিয়ে গড়ে উঠলেও,
জাতি ,ধর্ম বর্ণের নামে দলাদলি চলেছে চিরকাল!
গণ্ডির বাইরে জনসমুদ্রের শুধু কোলাহল দেখি।
মানুষ মনুষ্যত্ব খুব একটা চোখে পড়ে না আজকাল,
যদিও মনুষ্য সমাজ, সবার রক্তের রং লাল।।
সমাজে ভালো মন্দের তুলনা চলে আড়ালে,
সৎ ব্যক্তিত্ব মনুষ্যত্ব ছাপিয়েছে প্রভাব প্রতিপত্তি অর্থে।
মানুষ তো কবেই হারিয়েছে বিবেক এর কাছে,
সমাজের আড়ালে কাঁদে, হাসে সর্বসমক্ষে,
কেন?
গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত তিন শ্রেণীর ফাঁসে আটকে,
অন্যায় অত্যাচার সহ্য করেও, মেরুদন্ড সোজা রেখে সত্যি বলার সাহস খুব কম জনের।
কেন, ভয় পায়?
না নিজেদের অক্ষত ,অপমানের হাত থেকে রক্ষা পেতে রক্ষাকবচ নিশ্চুপতা!
প্রশ্নটা সবার মনে উঁকি দেয় ভিতরে ভিতরে, বলার লোক নেই!
নিয়ম ,কানুন,শৃঙ্খলা,সংস্কৃতি সমাজের ধারক বাহক।
কিন্তু লোভ হিংসা স্বার্থপরতা পৃথিবীময়, তাই সমাজ আঘাতে আঘাতে জর্জরিত।
বাইরের আঘাতটা দেখা গেলেও ভেতরের আঘাতটা অদৃশ্য !
অদৃশ্য ক্ষতস্থানের উপশম কিভাবে হবে, জানা আছে উপায়?
সময়ের বেড়াজালে সমাজ অনেক কিছু দেখেছে, দেখছেও,
দুটো চোখের দৃষ্টি ছাড়াও অন্তর্দৃষ্টিতে !
হয়তো অদৃশ্যে, প্রতিবাদের ভাষা খুঁজছে।
সমাজ, আপনি আমি সবাই,
চলো পাল্টাই বল্লেই কি শোধরাতে পারবে, তাকে পাল্টাবে কে? জনগণ…।।