এইদিন ওয়েবডেস্ক,সুইজারল্যান্ড,১০ ফেব্রুয়ারী : গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের একটি ট্রেনে জিহাদি হামলার ঘটনা ঘটেছে । একজন সশস্ত্র ইরানি শরণার্থী মুসলিম যুবক সুইজারল্যান্ডের একটি ট্রেনে চড়েছিল । তার হাতে ছিল একটি কুড়াল এবং একটি ছুরি । ট্রেনের যে কামরায় সে উঠেছিল সেখানে আগে থেকেই ১৫ জন যাত্রী ছিল । ট্রেনটি বাউলমেস এবং ইয়ভারডন-লেস-বেইন্সের মাঝামাঝি এলাকায় এলে ওই মুসলিম যুবক ১৫ জন যাত্রীকে পনবন্দি করে রাখে । প্রায় চার ঘন্টা পনবন্দী করে রাখার পর সুইস পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ওই যুবককে গুলি করে খতম করার পর যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয় ।
ভাউড ক্যান্টনের পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘পনবন্দীদের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের অভিযানের সময় পনবন্দী যাত্রীরা ওই ইরানি যুবকের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে ।’ তবে ওই জিহাদির সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কোন বিশদ প্রকাশ করেননি তিনি ।
পনবন্দী পরিস্থিতি সুইজারল্যান্ডে বিরল তবে ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে। ২০২২ সালের জানুয়ারী মাসে একটি ঘড়ি তৈরির সংস্থার কর্মচারীদের পনবন্দি করা হয়েছিল এবং মূল্যবান ধাতু সম্বলিত একটি ভল্ট খুলতে বাধ্য করা হয়েছিল। ঘটনাটি ডাকাতের উদ্দেশ্যে ঘটানো হয়েছিল । কিন্তু সুইজারল্যান্ডে জিহাদী হামলার ঘটনা এই প্রথম । ফিলিস্তিনি সন্ত্রাসের সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের পর ইউরোপ সহ বিশ্বের অমুসলিম দেশগুলিতে জিহাদি হামলার ঘটনা বেড়েছে । সুইজারল্যান্ড এর মতো দেশে এই ঘটনা শুরু হওয়ায় আতঙ্কিত দেশটির বাসিন্দারা ৷।