এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১০ ফেব্রুয়ারী : বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ জেলায় মোস্ট ওয়ান্টেড আইএসআইএস সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী । পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের (আইএসপিআর) জারি করা একটি বিবৃতি অনুসারে, ৯ ফেব্রুয়ারি, শুক্রবার, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ জেলায় একজন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালনা করে ।
বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন চলাকালীন তুমুল গুলি বিনিময়ে আইএসআইএস সন্ত্রাসী আব্দুল শাকুর নিহত হয়েছে। নিহত সন্ত্রাসী ছিল গত ৭ ফেব্রুয়ারী কেল্লা সাইফুল্লাহ এবং পাশিনে সাম্প্রতিক বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী এবং আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা মোস্ট ওয়ান্টেড ছিল সে । নিহত সন্ত্রাসী বেলুচিস্তানে হাই-প্রোফাইল আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলি সময়মত এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তা ব্যর্থ করে দেয়।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ এলাকায় জমিয়ত উলেমা ইসলাম-ফজলুর রহমানের (জেইউআই-এফ) নির্বাচনী কার্যালয়ের বাইরে বিস্ফোরণে ১০ জন নিহত ও ২০ জন আহত হন। একই দিনে বেলুচিস্তানের পিশিন জেলার খানুজাই এলাকায় নির্দল প্রার্থীর নির্বাচনী অফিসে বিস্ফোরণের ফলে ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয় ।।